ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

মই বেয়ে ছাদে উঠল কুকুর

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
মই বেয়ে ছাদে উঠল কুকুর

গাছ বেয়ে উঠতে পারে অনেক প্রাণি। এদিক দিয়ে বানর, হনুমান, শিম্পাঞ্জি, ভালুক, নেকড়ে আর সরিসৃপেরা সবচেয়ে পটু।

মানুষও গাছ বাইতে পারে। মানুষ আর বানর গোত্রের প্রাণিরা গাছ বেয়ে ওঠার বাইরেও মই বা সিঁড়ি বেয়ে উঠতেও ওস্তাদ। কিন্তু অন্যসব প্রাণিরা গাছ বা মই বেয়ে উঠতে পারে না তাদের প্রাকৃতিক সীমাবদ্ধতার কারণে। এই সীমাবদ্ধতার জন্য দায়ী তাদের দেহ কাঠামো ও অঙ্গ-প্রতঙ্গের গঠন। কিন্তু অনেক সময় অনেক প্রাণি তাদের প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কাটিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে। তেমন বিরল ঘটনা যখন ঘটে তখন চারদিকে রীতিমতো হৈচৈ পড়ে যায়। কিন্তু যদি বলি কুকুর মই বেয়ে উঠে গেছে বাড়ির ছাদে তখন আপনি বলবেন, স্রেফ মাতালের ভুল বকা। নাকি না? কিন্তু এমনটা কাণ্ডই করে দেখিয়েছে একটা কুকুর। পিট বুল জাতের এই কুকুরটার মনে কী ছিল কে জানে। নইলে কেন যে মই বেয়ে বাড়ির ছাদে ওঠার খেয়াল চাপল ওর মাথায়!

ইউটিউবে ওর এই অঘটনঘটনপটিয়স কাণ্ডের ভিডিওটা আপলোড হবার পর দুনিয়াশুদ্ধ লোক হামলে পড়েছে তা দেখতে। এরই মধ্যে ৩০ হাজার লোকে দেখে ফেলেছে। আর এটি আপলোড করা হয়েছে বাহারি এক টাইটেল দিয়ে: ‘Pit bull climbing a ladder.’

ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটা এই পিট বুলও প্রমাণ করে দেখাল। আর হ্যাঁ, প্রথম চেষ্টাতেই সফল সে। তবে বহু কষ্টে। মাঝপথে একটিবারও না থেমে মইয়ের ৮টা ধাপ পেরিয়ে ঠিকই সে তার গন্তব্য বাড়ির ছাদে উঠে গেছে। এখন আপনারাই বলুন, মানুষের পর্বতারোহণের চেয়ে ওর এই কৃতিত্বটা কম কিসে?

যারা এই ভিডিও ক্লিপটি আপলোড করেছেন তারাও কিন্তু কৃতিত্বের ভাগীদার। নইলে এমন অভিনব দৃশ্য দেখবার সৌভাগ্য আমার-আপনার হতো কি?

এনুগিফি নামের একজন মন্তব্য করেছেন: "এটা দারুণ ... একটা কুকুর মই বেয়ে উঠছে...তুলনারহিত। "

পাঠক, ভিডিওটা দেখে ধন্য হোন তবে..

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।