ঢাকা: বিশাল এ প্রাসাদটি বালির তৈরি! ভাবতেও অবাক লাগে, তাই না! সম্প্রতি ফ্লোরিডার কি বেসকাইনের ভার্জিনিয়া কি সমুদ্র সৈকতে তৈরি হয়েছে এ বালির রাজপ্রাসাদ।
প্রায় ৪১ ফুট চার ইঞ্চি উঁচু প্রাসদটি তৈরিতে লেগেছে প্রায় এক হাজার আটশো টনেরও বেশি বালি।
বালির প্রাসাদটি তৈরি করেছেন ১২ সদস্যবিশিষ্ট একটি ভাস্কর দল। দলটির নেতৃত্বে ছিলেন টেড সি বার্ট। বার্ট একজন প্রশিক্ষণপ্রাপ্ত বালি ভাস্কর। বালির ভাস্কর্য তৈরি করে এ পর্যন্ত তিনি সাতবার রেকর্ড গড়েছেন।
তবে বালির প্রাসাদ তৈরির কাজ এখনও শেষ হয়নি। গত তিন সপ্তাহ জুড়ে নির্মাণাধীন এ প্রাসাদের নির্মাণ কাজ শুক্রবার (২৩ অক্টোবর) শেষ হবে বলে আশাবাদী ভাস্কররা। প্রাসাদ তৈরি হওয়ার পর তা তিন সপ্তাহের জন্য সৈকতে রাখা হবে বলে।
গত সোমবার (১৯ অক্টোবর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি টিম বালির প্রাসাদটি দেখতে আসেন। মাপজোক করে দেখা যায়, এটি বিগত বছরের সব রেকর্ড ভেঙেছে। অর্থাৎ, এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু বালির রাজপ্রাসাদ। যার উচ্চতা একটি তিনতলা বাড়ির সমান।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসএমএন/এএ