ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বরফে পায়ে আঁকা জ্যামিতিক নকশা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বরফে পায়ে আঁকা জ্যামিতিক নকশা

ঢাকা: ব্রিটিশ বংশদ্ভূত শিল্পী সাইমন ব্যাক। গত দশ বছর ধরে আল্পস পার্বত্য এলাকার তুষারাবৃত প্রাঙ্গণে নকশা করে চলেছেন।

নকশাগুলো দেখতে অনেকটা আলপনার মতো। এ যাবত তিনি মোট দু’শো বিশালাকার বরফচিত্র এঁকেছেন। এগুলোর বেশিরভাগই জ্যামিতিক নকশার সমন্বয়।

প্রায় ১০ হাজার বর্গফুট জুড়ে চিত্রায়িত এসব নকশার একেকটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১১ ঘণ্টার মতো। বিস্ময়কর বিষয়, এসব নকশা তৈরিতে ব্যাকের একমাত্র উপকরণ ছিলো স্নো সু!


কিন্তু স্নো সু পরে পায়ের সাহায্যে বরফের গায়ে কী করে বিস্তৃত এসব জ্যামিতিক রেখাচিত্র তিনি ফুটিয়ে তুলেছেন তা সত্যি এক বিরাট বিস্ময়। ব্যাক জানান, নকশা করার আগে তিনি কম্পিউটারে তার পদক্ষেপগুলো হিসাব করে নিয়েছেন। কাজের সময় তার হাতে ছিলো দিক নির্দেশক কম্পাস ও সুস্বাদু এনার্জি বার। যাতে ক্ষুধা তার কাজে ব্যাঘাত না ঘটায়।


তবে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে কতক্ষণ। একবার ব্যাক নকশা তৈরির সময় কয়েকজন ব্যক্তি অসাবধানতাবশত স্কিইং করতে করতে তার নকশার দিলো বারোটা বাজিয়ে। কিন্তু তাতে কি, ব্যাক হাল ছাড়েননি।

৫৬ বছর বয়সী ব্যাক দশ বছর আগে স্রেফ খেলার ছলেই বরফে নকশা করতে শুরু করেন। কিন্তু এখন এটিই তার মূল পেশা।


তিনি জানান, যখন আমরা সাদা কাগজ হাতে পাই, তাতে নকশা করি। তাই শূন্য বরফ প্রান্তরে আঁকাআঁকি করাটাও আমার কাছে অমনই বিষয়।


বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক ছাত্র ব্যাক জানান, তার এই বরফ নকশা প্রকৃতির প্রতি মানুষের সমর্থন ও সচেতনতা বাড়াবে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।