ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সিংহরূপী কুকুর!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সিংহরূপী কুকুর!

ঢাকা: কানাডার এক পার্কে এক লোক হাঁটছিলেন। হঠাৎই তার চোখে পড়লো দূরে একটা ঝোঁপের পাশে লালচে রঙের একটা সিংহ দিব্যি ঘুরে বেড়াচ্ছে।

পার্কে তো সিংহ থাকবার কথা নয়! তিনি ভাবলেন, বুঝিবা চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে সিংহটা। ‘মনে আতঙ্ক নিয়েও’ তিনি ‘সিংহটা’র ভিডিও তোলার সুযোগটি ছাড়লেন না। কে জানে এই ভিডিওটার কল্যাণে যদি তিনি রাতারাতি বিখ্যাত-টিখ্যাত হয়ে যান! তারপর তিনি ভিডিওটা আপলোড করলেন ইউটিউবে। আপাতত গল্পটা এরকমই। এবার আসল গল্পটা বলছি পাঠকদের।

আসলে তিনি ভয়টয় কিছুই পাননি। আর পার্কে কোনো সিংহও তিনি দেখতে পাননি। তাহলে কি ছিল ওটা? আসলে ওটা ছিল তারই পোষা পিট বুল। কুকুর হলেও ওটার আকার এতোই দশাসই যে ভিডিও দেখে অনেকের চোখেই ওকে সিংহ বলে ভ্রম হতে পারে। কিন্তু কুকুরের তো আর ঘাড়ের ওপর কেশর থাকে না! তাহলে? সেটাও বলছি।

আসলে হ্যালোইন উৎসবকে মাথায় রেখে বিশালবপু কুকুরটাকে সিংহের বেশ ধরিয়েছিলেন এর মালিক। আর ওটার ঘাড়ের কেশরও ছিল নকল। মানুষকে বোকা বানিয়ে মজা লোটার ইচ্ছে থেকেই কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা কেন ওয়াইজনার (Ken Wiesner) এই কাণ্ডটি করলেন।   কুকুরটা গায়ের রঙ সিংহের গায়ের রঙের কাছাকাছি হওয়ায় হ্যালোইন উৎসবকে সামনে রেখে ওয়াইজনারের উর্বর মস্তিষ্কে এই নির্দোষ ‘কুবুদ্ধিটা’ আসে। আর তাতে তিনি বেশ সফলও হয়েছেন বলা যায়। নইলে কি আর সংবাদ মাধ্যমে তার এই কাণ্ড নিয়ে শিরোনাম হয়: ‘Canadian dog owner films 'lion' wandering public park’
বলা বাহুল্য, ওয়াইজনারের দুটো পোষা কুকুর আছে। এরাই এর আগে একবার নদী থেকে স্যামন মাছ শিকার করে আলোচিত হয়েছিল। আর সে দৃশ্যও তার এক বন্ধু ভিডিও করে ইউটিউবে আপলোড করেছিলেন। এবার একটা কুকুরকে সিংহ সাজিয়ে আবারও আলোচনায় এলেন ওয়াইজনার। কিন্তু তার এই কাণ্ডের পর সেই আপ্তবাক্যটাই মনে পড়ে যায়, ‘গায়ে রং মাখিলেও শৃগাল কখনো সিংহ হয় না’। আর আমরা সেকথা একটু ঘুরিয়ে বলতে পারি ‘নকল কেশরে সিংহ সাজিলেও কুকুর কখনো সিংহ হয় না’!

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।