ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হন, সুধীন্দ্রনাথ দত্তের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হন, সুধীন্দ্রনাথ দত্তের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার। ১৫ কার্তিক, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৪৮৫ – রাজা সপ্তম হেনরি ইংল্যান্ডের রাজা হন।
•    ১৮১৭ – সিমন বলিভার ভেনেজুয়েলায় স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন।
•    ১৯২০ – সিডনিতে কমিউনিস্ট পার্টি অব অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয়।
•    ১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হন।
•    ১৯২৫ – লগি বেয়ার্ড ব্রিটেনের প্রথম টেলিভিশন ট্রান্সমিটার আবিষ্কার করেন।
•    ২০০৩ - মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

জন্ম
•    ১৭৩৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডাম্‌স।
•    ১৮৫৩ - ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রমথনাথ মিত্র।
•    ১৯০১ - বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত।

মৃত্যু
•    ১৯৬৯ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ভিক রিচার্ডসন।
•    ১৯৮৫ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও  টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।