ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঘুমের মধ্যে ৯ মাইল হাঁটাহাঁটি!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ঘুমের মধ্যে ৯ মাইল হাঁটাহাঁটি!

ঘুমের মধ্যে বিছানা থেকে নেমে অনেকে এঘর-ওঘর হাঁটাহাঁটি করে। পরে যখন সম্বিত ফিরে আসে তখন আর কিছুই মনে থাকে না।

যাদের এই রোগটা রয়েছে তাদেরকে ইংরেজিতে বলা হয় ‘স্লিপওয়াকার’। মার্কিন মুলুকের কলোরাডো রাজ্যের আরভাডা শহরের বাসিন্দা টেইলর গাম্মেল নামের ১৯ বছর বয়সী এক তরুণী ঘুমের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যা করেছে তাতে সবারই আক্কেল গুড়ুম। ঘুমাতে যাবার সময় ওর পরনে ছিল ট্র্যাকস্যুট বটম, টি-শার্ট আর পায়ে মোজা। ঘুমের মধ্যেই নিজের অজান্তে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর সে টানা ৯ মাইল পথ ঘুমন্ত অবস্থাতেই ঘুরে বেড়িয়েছে। শুধু কি তাই? এর মধ্যে সে সকালের পাবলিক বাসে চড়েছে এবং অন্য এক শহরে গিয়ে একটা প্রতিষ্ঠানের সোফায় কুকুরকুণ্ডলী হয়ে শুয়ে পড়েছে: ‘Sleepwalking girl wanders nine miles, rides bus and curls up on sofa in different town’

 বিপত্তিটা বাঁধে তখনই যখন ওর বাবা সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে দেখলেন যে তার মেয়ে নেই। নেই তো নেই কোথাও নেই। পরিবারটির মধ্যে তখন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় চারদিকে খোঁজ লাগানো। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আর পুলিশ সবাই ওকে খুঁজতে বেরয়। ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ওর ছিল আগে থেকেই। তাই বলে বাড়ি থেকেই লাপাত্তা? মুহূর্তে শুরু হলো ওর খোঁজ চেয়ে লিফলেট বিতরণ, টিভি-ইন্টারনেট ও পত্রিকায় খবর প্রচার। পরিবারের লোকেরা তাদের সঙ্গে শিকারি কুকুর নিয়ে বের হলেন। খোঁজাখুঁজির তিন ঘণ্টা পর ৯ মাইল দূরের এক শহরে ঘুমন্ত অবস্থায় তাকে খুঁজে পেল তার কাজিনরা।

জেফারসন কাউন্টির শেরিফের কার্যালয়ের কর্মকর্তা মার্ক টেকমেয়ার বললেন: ‘ওর পায়ে কোনো জুতো পর্যন্ত ছিল না। ছিল না কোনো ফোন, কোনো টাকাকড়ি বা কোনোকিছু। বিছানা থেকে উঠে সে ঘুমের মধ্যে হেঁটে বাড়ি থেকে বের হয়ে যায়। ’ 

কিন্তু এতো কাণ্ড করলেও স্লিপওয়াকার টেইলর গাম্মেল কিন্তু কিছুই আর মনে করতে পারছে না! .

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।