ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আপনাকে মারার ফন্দি আঁটছে পোষা বেড়াল?

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আপনাকে মারার ফন্দি আঁটছে পোষা বেড়াল?

যদি বলি আপনার পোষা বেড়ালটা আপনাকে মেরে ফেলার ফন্দি আঁটছে তাহলে আপনি নিশ্চয় তাচ্ছিল্যের ভঙ্গিতে একগাল হাসবেন। তাই না? আপনার মনে হবে, ব্যাটা ফালতু বকছে! বেড়ালের মতো এমন আদুরে প্রাণি হয়ই না! যদি আপনি তেমনটাই ভেবে থাকেন তো আপনার ধারণা ভুল।



বেড়াল কিন্তু বাঘ ও সিংহের আত্মীয়। যতোই পোষা হোক, হিংস্র বাঘ-সিংহের মতো বেড়ালের মনেও হননেচ্ছা প্রবল। নতুন এক গবেষণায় এমন কথাই বলেছেন একদল গবেষক-বিজ্ঞানী। ভয়ের কথাই বটে! 

পত্রিকার শিরোনাম পড়ুন: ‘Think your cat is plotting to kill you? Scientists say you could be right.’ গবেষণাটি চালিয়েছেন ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। বাঘ-সিংহের মতো খুনে স্বভাবের শিকারীদের মতো বেড়ালের স্বভাবও একই।

ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের দিক থেকে এরা সবাই এক (‘The research claims cats have similar personality traits to bigger predators.’)
গবেষকদের দাবি, বাইরে থেকে বেড়ালকে যতোই আদুরে তুলতুলে আর নিরীহই মনে হোক বেড়ালের মনে সব সময়ই খেলা করে হননেচ্ছা ---যতো আদরই আপনি বেড়ালকে করুন। বেড়ালের দুই চোখের চাহনিতে ‘কিলার ইনস্টিংক্ট’ বা হননেচ্ছা সব সময়ই উদগ্র।

গবেষকেরা স্নো লেপার্ড, স্কটিশ ওয়াইল্ড ক্যাট, আফ্রিকার সিংহ, নেকড়ে ও বিভিন্ন প্রজাতির বাঘের উপর দীর্ঘ গবেষণা চালিয়ে দেখেছেন প্রভুত্বকামিতা, আবেগ-অনুভূতি, মেজাজ ও আগ্রাসী স্বভাবের দিক থেকে এরা সবাই এক ও অভিন্ন। পোষা বা অপোষা বলে আলাদা কিছু নেই। আপনার পোষা বেড়ালটা আকারে খুব ছোট বলেই নিজের ভয়ঙ্কর খুনে স্বভাবটাকে লুকিয়ে রাখে।

কিন্তু বেড়াল যদি আকারে অনেক বড় হতো তাহলে সে হয়তো আপনার ওপর চড়াও হয়ে আপনাকে নিমেষে খুনই করে বসতো:(‘And if the average domestic cat were any bigger, it too would probably try to kill you.’)

মনোবিজ্ঞানী ড. ম্যাক্স ওয়াচেল সতর্ক করে দিয়ে বলেছেন, যারা বেড়াল পোষেন তাদের একটা কথা মনে রাখা দরকার, তারা তাদের বাড়িতে ‘ছোট্ট শিকারীদের ‘আমন্ত্রণ জানাচ্ছেন। বেড়াল ততক্ষণ পর্যন্ত চমৎকার আর মিষ্টি এক প্রাণি যতক্ষণ পর্যন্ত না ওরা আপনার ওপর হামলা চালাবে। ’ অতএব, সাধু সাবধান!

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।