ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

গরম তেলে হাত ডুবিয়ে পাকোড়া ফ্রাই!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
গরম তেলে হাত ডুবিয়ে পাকোড়া ফ্রাই!

ঢাকা: গরম তেলে হাত ডোবালে পুড়বে, এটাই স্বাভাবিক। তবে রাম বাবুর কথা আলাদা।

ভারতীয় এই শেফ ক্রেতাদের অবাক করেই ২শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম তেলে পাকোড়া ভাজতে নিজের খালি হাত ব্যবহার করছেন। তবে হাত পুড়ছে না মোটেও। দিব্যি মুখে হাসি লেগে রয়েছে তার।

উত্তর প্রদেশের এলাহাবাদের স্ট্রিটফুড বিক্রেতা রাম বাবুর এ কীর্তি দেখতে প্রতিদিনই আসছেন শত শত লোক।


৬০ বছর বয়সী বাবু জানান- অনেক দূর থেকে মানুষ আমার পাকোড়া ভাজা দেখতে আসে। আমি গরম তেলে হাত ডুবিয়ে ৪০ বছর খাবার ভেজে আসছি। কিন্তু আজ পর্যন্ত পুড়ে যাওয়ার কোনো ঘটনা বা হাতের কোনো ক্ষতি হয়নি।

রাম বাবু আসলে নিজেও জানতেন না যে তার এই অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। একবার তাড়াহুড়ো করে খাবার ভাজতে গিয়ে তার হাত গরম তেলে পড়ে যায়।

তেলে পড়েও তার হাত অক্ষত অবস্থায় রয়েছে দেখে নিজেই অবাক হয়ে যান। সেদিন থেকেই খাবার ভাজতে আর অন্যকিছ‍ু ব্যবহার করেননি।

রাম বাবু এত বছরে ভক্ত ও দর্শক জুটিয়েছেন বেশ। তবে নিজের এই অসামান্য ক্ষমতাকে ঈশ্বরের জাদু বলতেই ভালোবাসেন তিনি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।