ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

ফিচার

নবজাতকটির বয়স ১২ বছর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
নবজাতকটির বয়স ১২ বছর! ছবি: সংগৃহীত

ঢাকা: চীনে জন্ম নিলো সবচেয়ে দীর্ঘতম সময় ধরে সংরক্ষিত টেস্ট টিউব বেবি। শিশুটি কয়েকদিন আগে জন্ম নিলেও তার বয়স কিন্তু ১২ বছর! এখন থেকে ১২ বছর আগে হিমাগারে সংরক্ষণ করা হয়েছিলো দম্পতির ডিম্বাণু-শুক্রাণু।

ন’মাস আগে সেগুলোকে মায়ের শরীরে ইমপ্লান্ট করা হয়। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) শানক্সি প্রদেশের তাংদু হাসপাতালে জন্ম নেয় এ নবজাতক টেস্ট টিউব বেবি।

যেসব নারী ইনফ‍ার্টিলিটির সমস্যায় ভুগছেন তাদের জন্য মাতৃত্বের এ সফল গল্পটি  জাগাবে নতুন আশার আলো।
চীনা ডেইলির রিপোর্ট অনুযায়ী, নবজাত টেস্ট টিউব বেবির মায়ের বয়স বর্তমানে ৪০ বছর। ২০০৩ সালে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে প্রথম যখন তিনি সন্তান নিতে চেষ্টা করেন তখন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তার ফেলোপিয়ান টিউবেও ব্লক ছিলো।

পরে তিনি ফ‍ার্টিলিটি ট্রিটমেন্ট নেন। ডাক্তাররা তার ও তার স্বামীর ডিম্বাণু ও শুক্রাণু সংরক্ষণ করেন। পরবর্তীতে সেগুলো সংস্থাপণের মাধ্যমে তিনি গর্ভধারণ করেন ও ফুটফুটে একটি পুত্রসন্তানের মা হন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।