উগান্ডার কাসেসা জেলার একটি স্কুলের শিক্ষকরা একটি অবিস্ফোরিত বোমাকে ঘণ্টা হিসেবে ব্যবহার করছিলেন! মাইনবিরোধী কর্মীরা এবং মাইনবিরোধী নেটওয়ার্ক রাওয়েনজরি ওই বোমাটি খুঁজে পেয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মনিটরের মতে, ‘ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৭০০ জন।
মাইনবিরোধী নেটওয়ার্ক রাওয়েনজরির কোঅর্ডিনেটর উইলসন বাম্বেল বলেন, ‘আমার উপস্থিতিতেই স্কুলটির শিক্ষকরা ছাত্রছাত্রীদের ডাকার জন্য বোমাটিকে ঘণ্টা হিসেবে ব্যবহার করছিলেন। ’ তিনি আরও বলেন, ‘একটা স্কুল কী দিয়ে ঘণ্টা বাজাচ্ছে, এটা খুঁজে বের করা আমাদের জন্য খুবই বাজে সংবাদ। ’
‘আমরা যখন বোমাটি উদ্ধার করি তখনও বোমাটির মাথা সক্রিয় ছিল। এর মানে হলো বোমাটির গায়ে কোনো শক্তিশালী ধাক্কা লাগলেই তৎক্ষণাৎ এটি বিস্ফোরিত হতো এবং অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হতে পারতো পুরো এলাকাজুড়ে। ` উইলসন জানান। ’
তিনি আরও জানান, ‘আমরা ওই স্থান থেকে বোমটিকে এমন একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি, যেখানে বোমাটিকে খুব শীঘ্রই নিষ্ক্রিয় করা হবে। ’
ছয় মাসের মধ্যে উগান্ডার কোনো স্কুলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেলো। এর আগে অন্য একটি স্কুলের ছাত্রছাত্রীরা একটি অবিস্ফোরিত বোমাকে খেলনা হিসেবে ব্যবহার করছিল।
২০ বছর আগে উগান্ডায় একটি ভয়াবহ গৃহযুদ্ধ সংঘটিত হয়। এ সময় দেশজুড়ে অগণিত বোমা নিক্ষেপ করা হয়। এই উদ্ধারকৃত বোমা তারই অংশ।
বাংলাদেশ সময় : ০১৩০ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১১