ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

‘দ্য হবিট’ টলকিনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
‘দ্য হবিট’ টলকিনের জন্ম ‘দ্য হবিট’ টলকিনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার। ২০ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৪৯৬- লিওনার্দো দ্য ভিঞ্চি প্লেন চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৭৮২- সিলেট জেলা প্রতিষ্ঠিত।

১৯৭০- ব্রুকলিন ব্রিজের কাজ শুরু।

১৯১৯- ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সঙ্গে প্যালেস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।

১৯৪৯- ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত।

১৯৫৮- ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত।

১৯৫৯- ৪৯তম রাজ্য হিসাবে আলাস্কা যুক্তরাস্ট্রের সঙ্গে যুক্ত হয়।

জন্ম

১৮৯২- ব্রিটিশ কবি, লেখক ও অধ্যাপক জন রোনাল্ড রিউএল টলকিন।

বিখ্যাত ফ্যান্টাসিধর্মী বই দ্য হবিট, দ্য লর্ড অব দ্য রিংস ও দ্য সিলমারিয়নের জন্য তিনি বিশ্বজুড়ে বিখ্যাত। ‘দ্য হবিট’ শ্রেষ্ঠ শিশু-সাহিত্যের জন্য নিউইয়র্ক হেরাল্ড ট্রিবিউন পুরস্কার লাভ করে। বইটি এখনও জনপ্রিয় ও শিশু সাহিত্যের একটি ক্লাসিক বই হিসেবে স্বীকৃত। আজ পর্যন্ত সারা পৃথিবীতে ৫০টিরও বেশি ভাষায় বইটি অনূদিত হয়েছে। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করেন অক্সফোর্ড কলেজে। নাইট উপাধি প্রাপ্ত হন। ১৯৭৩ সালের ২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

১৯৫৬- মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মেল গিবসন।

১৯৬৯- জার্মান ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার, সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার।

মৃত্যু

২০১৫- প্রথম আলোচিত আফ্রিকান-আমেরিকান সিনেটর এডওয়ার্ড ডব্লিউ ব্রুক।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯

টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।