ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

উপকূলে তাণ্ডব চালায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
উপকূলে তাণ্ডব চালায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৯ এপ্রিল ২০১৯, সোমবার। ১৬ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৬৩৯- দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত।
• ১৬৮২- পিটার দ্য গ্রেইট দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
• ১৮২৭- ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
• ১৯১৯- জালিওয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
• ১৯৪৫- ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
• ১৯৫৪- তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
• ১৯৯১- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ সামুদ্রিক ঝড়।  BOB 01 নামে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। এই ঝড়ের ফলে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে। এতে সরকারি হিসাব মতে, এক লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। মানুষ ছাড়াও সেদিনের তাণ্ডবে মারা পড়ে লাখ লাখ গবাদি পশু। নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি। ধ্বংস হয় বিপুল সংখ্যক স্থাপনা। ধ্বংসস্তূপের বাগাড়ে পরিণত হয় আক্রান্ত অঞ্চল। তাণ্ডবলীলার সাক্ষী হয়েছিল দেশের ১৩টি জেলার ৭৪টি উপজেলার দেড় কোটি মানুষ। সেদিনের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান বেঁচে যাওয়া অনেকে।  
• ১৯৯৭ - ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম
• ১৮৪৮- ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বার্মা।
• ১৮৫৪- অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
• ১৮৬৫- বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
• ১৯০১- জাপানের সম্রাট হিরোহিতো।
• ১৯০৯- বিপ্লবী রবি নিয়োগী।
• ১৯৩৬- আর্জেন্টিনার কবি আলেহানদ্রা পিসারনিক।

মৃত্যু
•    ১৯৮০ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ব্রিটিশ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।
•    ১৯৯২ - গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
•    ১৯৯৬ - ওস্তাদ আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার। ১৯২৯ সালের ১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক সঙ্গীত পরিবারে তার জন্ম। তিনি ১৯৫০ সালে বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী হিসেবে যোগ দেন। ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন ‘ওস্তাদ আয়েত আলী খাঁ সঙ্গীত নিকেতন’। তিনি ৩৬ বছর বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৮৬ সালে মুখ্য সঙ্গীত প্রযোজক পদে থাকাকালীন অবসর গ্রহণ করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক লাভ করেন।
•    ২০০৫ - লিওনিদ খাচিয়ান, রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
•    ২০০৬ - জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএমইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।