ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৭ মে ২০১৯, মঙ্গলবার। ২৪ বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮০৮- স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।
১৮৩২- গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা।
১৯১৫- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।
১৯২৩- অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
১৯২৯- লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।
১৯৪১- মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৮- জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

জন্ম
১৭৭০- বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।

তিনি ছিলেন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কলরিজ উভয়ে মিলে ইংরেজি সাহিত্যে একটি রোমান্টিক ধারার সূত্রপাত করেন। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর দ্য প্রিলিউড ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। মূলত ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার প্রবর্তক হলেও ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি হিসেবেই সর্বাধিক পরিচিত।

১৮১২- ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।
১৮৪০- রুশ সংগীতজ্ঞ পিওৎর চাইকোভস্কি।
১৮৬১- আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরু।
১৮৬৭- পোলিশ কথাসাহিত্যিক ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট।
১৮৮১- রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়ামস পিয়ারসন।
১৮৮৯- লেখক গ্যাব্রিলা মিস্ত্রাল।
১৮৯২- যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান মার্শাল জোসিপ ব্রজ টিটো।
১৮৯৩- পাকিস্তানি রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন।
১৯৩১- বাংলাদেশি পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর।
১৯৪৩- অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার পিটার কেরি।

মৃত্যু
১৯০৯- জার্মান ভাষাবিজ্ঞানী হের্মান অস্ট্‌হফ।
১৯৪১- স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ স্যার জেমস ফ্রেজার।
১৯৭১- বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর ছিলেন রণদাপ্রসাদ সাহা।
১৯৯৩- সংগীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা অজিতকৃষ্ণ বসু।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।