ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফিচার

ছবিতে প্রাণীর ভালোবাসার কিছু মুহূর্ত

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ছবিতে প্রাণীর ভালোবাসার কিছু মুহূর্ত

আলোকচিত্রী গোরান আনাসতাসোভস্কি প্রায়ই বেড়াতে আসেন স্কোপজে চিড়িয়াখানায়। মেসিডোনিয়ার রাজধানী স্কোপজের এ চিড়িয়াখানায় ৮৫ প্রজাতির মোট পাঁচশ’ প্রাণীর বসবাস।

এসব প্রাণী দেখতেই প্রায়ই চিড়িয়াখানায় আসেন আনাসতাসোভস্কি।

দীর্ঘ ১৫ বছর শুধু দেখতেই নয়, একইসঙ্গে এদের বিভিন্ন মুহূর্তের চিত্রও ধারণ করে আসছেন তার ক্যামেরায়।

লম্বা জিরাফ থেকে ছোট্ট লেমুর বানর, হিংস্র নেকড়ে থেকে নিরীহ ভেড়া তাদের বন্দী করেছেন তার ক্যামেরার লেন্সে।

এক সাক্ষাৎকারে আনাসতাসোভস্কি বলেন, বিভিন্ন প্রাণীর চিত্র ধারণ আমার নেশা। আমার এ চিত্র ধারণের মাধ্যমে যদি একজন লোককেও প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হিসেবে তৈরি করতে পারি, তবে আমার লক্ষ্য পূরণ হবে।

‘যত ছবিই আমি তুলি, আমার লক্ষ্য থাকে শুধু প্রাণীদের সৌন্দর্যই নয় বরং তাদের মানবতাবোধ এবং একে অপরের প্রতি যত্ন নেওয়া ও ভালোবাসার প্রকাশকেও ধারণ করা। ’

আনাসতাসোভস্কির ধারণ করা কিছু ছবি-

এক জোড়া বনবিড়াল। অন্তরঙ্গ মুহূর্তে লিন্যাক্স প্রজাতির এক জোড়া বনবিড়াল

দু’টি জিরাফ। দুই জিরাফের মধ্যে যত্ন ও ভালোবাসার প্রকাশের ক্যামেরাবন্দী মুহূর্ত

এক জোড়া লেপার্ড। নিজেদের মুহূর্তকে উপভোগ করা এক জোড়া লেপার্ড বাঘ

সিংহ দম্পতি। বিড়াল জাতীয় প্রাণীর ছবি তুলতে পছন্দ করা আনাসতাসোভস্কির ক্যামেরায় উঠে আসা সিংহ দম্পতি

লেপার্ড। ভয়ংকর সুন্দর এক জোড়া লেপার্ড

লেমুর বানর। শাবককে কোলে নিয়ে লেমুর প্রজাতির এক বানর  

বেবুন। এক বেবুন যত্ন নিচ্ছে অপর বেবুনের

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।