ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পশু-পাখিদের পেটফাটানো হাসির যতো ছবি! 

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পশু-পাখিদের পেটফাটানো হাসির যতো ছবি! 

প্রাণিজগতে বৈচিত্র্যের কোনো শেষ নেই। পশু-পাখিদেরও যে কতো শত সহস্র অভিব্যক্তি। সে সব দেখলে রীতিমত বিস্মিত হতে হয়। পশুপাখিরাও নিজেদের জীবনসংগ্রামে, হাসি-কান্নায়, আনন্দে-বেদনায় মানুষেরই মতো হরেক অভিব্যক্তিতে আবেগের প্রকাশ ঘটায়। আমাদের সাধারণ চোখ হয়তো সেসব এড়িয়ে যায়। কিন্তু কেউ কেউ ক্যামেরাবন্দি করে ফেলেন অগোচরের এসব মুহূর্ত। 

আর তখন দেখা যায়, পেঁচাও হাসছে, ভয়ে মাছের চক্ষু চড়ক গাছ, লজ্জায় চোখ বুজে থাকা ভালুক, ডিগবাজি খাওয়া কাঠবেড়ালি, ঢঙ্গী ভোঁদড়, গাছের আড়ালে লুকোচুরি খেলতে থাকা আহ্লাদি কোয়েলা, বেদিশা বানর, দাঁত কেলিয়ে হাসতে থাকা জেব্রা ইত্যাদি ইত্যাদি। এ ফিরিস্তির শেষ নেই।

পশু-পাখিদের সেসব ছবি দেখলে আপনা থেকেই হেসে উঠবেন যে কেউ, হবেন অবাক আর বিস্মিত।  

সম্প্রতি এরকমই কিছু অসাধারণ ছবি প্রকাশ পেয়েছে ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র বদৌলতে। বিশ্বব্যাপী বন্যপ্রাণীদের বিচিত্র কাণ্ডকীর্তির ছবিকে উৎসাহিত করা হয় এ পুরস্কারের মাধ্যমে। ২০১৫ সাল থেকে পুরস্কারটি চালু করেন বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পল জনসন-হিকস ও টম সুলাম। বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ বিনামূল্যে এ পুরস্কারের জন্য ছবি জমা দিতে পারে।  

২০১৯ সালের ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র জন্য মোট ৪ হাজার আলোকচিত্রী ছবি জমা দেন। গেল মাসে সেখান থেকে সেরা ৪০ জনকে বাছাই করা হয়।  

চলুন পাঠক, ধান ভানতে শিবের গীত না গেয়ে বরং দারুণ দারুণ কিছু ছবিই দেখে ফেলা যাক... 

‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- ওহ মাই! আলোকচিত্রী- হ্যারি এম. ওয়াকার


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- ওয়াল্টজ গান রং? আলোকচিত্রী- অ্যালেস্টেয়ার মার্শ


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- হি ইজ বিহাইন্ড মি, ইজ’ন্ট হি? আলোকচিত্রী- অ্যান্থনি এন পেত্রোভিচ


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- গ্র্যাব লাইফ বাই দ্য... (প্রথম পুরস্কারপ্রাপ্ত)। আলোকচিত্রী- সারাহ স্কিনার 


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- লেইড ব্যাক। আলোকচিত্রী- টমাস ডি. ম্যাঙ্গেলসেন


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- চেস্ট বাম্প। আলোকচিত্রী- টমাস ডি. ম্যাঙ্গেলসেন


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- ওয়ার্নিং! টেরিটরি মার্কিং, ফলো অ্যাট ইওর ওউন রিস্ক। আলোকচিত্রী- তিলকরাজ নাগরাজ


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- স্কুইরেল উইশেস। আলোকচিত্রী- গ্রেট ওয়েজেন 


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- টু বি অর নট টু বি। আলোকচিত্রী- জেমা গ্রাসিয়া লাসেকা 


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- ডিয়ার, হোয়াট ডিয়ার? আলোকচিত্রী- মাইক রোয়ি


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- লাফিং জেব্রা। আলোকচিত্রী- পিটার হ্যাগার্থ 


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- হ্যালো। আলোকচিত্রী- কেভিন সফোর্ড


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- ওয়ান, টু, থ্রি... আই অ্যাম কামিং টু ফাইন্ড ইউ। আলোকচিত্রী- ভালতেরি মুলকাহাইনেন


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি
শিরোনাম- হ্যাং অন। আলোকচিত্রী- অদিত আফালি


‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’র ছবি শিরোনাম- ফার্স্ট কিস কামস লাভ, দেন- কামস ম্যারিজ। আলোকচিত্রী- অ্যালেইন ক্রুয়ের  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।