ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

শহীদুল্লা কায়সারের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
শহীদুল্লা কায়সারের জন্ম

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ৩ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭০৪: অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮: ফরাসিদের স্পেন দখল।
১৮৭৩: স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯১৮: কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।
১৯৪৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।
১৯৪৬: সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯: ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
১৯৬১: এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।
১৯৭২: বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।

জন্ম
১৭৩২: যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।
১৮৩১: নিকোলাই লেসকভ, রুশ লেখক ও সাংবাদিক
১৯২৬: শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী
শহীদুল্লা কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা।  
শহীদুল্লা কায়সার সমসাময়িক রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৪৭ সালে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন ও ১৯৫১ সালে পার্টির সদস্য হন। পরবর্তীতে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
শহীদুল্লা কায়সার সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৪৯ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করেন।
তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দেন এবং এ কারণে তাকে ১৯৫২ সালের ৩ জুন তিনি গ্রেফতার করা হয়। এ সময় তাকে সাড়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। ১৯৫৫ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই পুনরায় গ্রেফতার হন। কয়েক বছর পর মুক্তি পান। ১৯৫৮ সালের ৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান সামরিক আইন জারি করার এক সপ্তাহের মধ্যে ১৪ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। জননিরাপত্তা আইনে তাকে এ পর্যায়ে ১৯৬২ সালের অক্টোবর পর্যন্ত আটক রাখা হয়।
শহীদুল্লা কায়সার বাংলা সাহিত্য জগতেও বিশাল অবদান রেখেছেন। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং ১৯৯৮ সালে সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আল-বদর বাহিনীর কয়েকজন সদস্য তাকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি।
১৯৩৫: ব্রেডফোর্ড‌ পার্কি‌ন্সন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএস-এর জনক
১৯৩৯: ভারতীয় বাঙালি চিত্রকর যোগেন চৌধুরী
১৯৪২: এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা

মৃত্যু
১৮৩৪: লাইফবোটের উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।
১৯০৭: জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি ও শিক্ষক।
১৯৩২: ফার্ডিনেন্ড বুইসন, ফরাসি একাডেমিক ও রাজনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৩৩: কালীপদ মুখোপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী
১৯৪৪: দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক
১৯৫৬: মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ
১৯৬২: প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ
১৯৮২: শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক
১৯৮৪: মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক
১৯৯৯: কাজী আরেফ আহমেদ, রাজনীতিবিদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
২০১৬: বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।