ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফিচার

সিনেম্যাটিক শরতের বৃষ্টি!

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
সিনেম্যাটিক শরতের বৃষ্টি! মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিলেট: শরতের আকাশজুড়ে রঙিন আবেশ। গণনে শিমুল তুলোর মতো ভেসে বেড়ায় শুভ্র সাদা মেঘ।

কখনো রোদ, কখনো বৃষ্টির খেলায় মত্ত থাকে শরতের আকাশ। হঠাৎ বৃষ্টির পরশে ভিজিয়ে দেয় প্রকৃতি। ঘর থেকে অপ্রস্তুত বেরোনো লোকজনও পড়েন বেকায়দায়। খেসারত দেয় বৃষ্টিতে ভিজে। খানিকটা পর বৃষ্টি বিলীন হলেও থেকে যায় শরীর ভিজিয়ে দেওয়ার বিড়ম্বনা।

শনিবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেটের আকাশ অন্ধকার হয়ে আসে। বুঝতে বাকি নেই কারো বৃষ্টির ঘনঘটা। খানিকপরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শরতের বৃষ্টিতে ভিজে তৃষ্ণার্ত দেহের জলসুধা কমলেও করোনার এ সময়ে সর্দি-কাশির হওয়ার ভয়ে কাচুমাচু অনেকে।

এদিন বিকেল ৩টার দিকে গরমের আদ্রতা ৩০ ডিগ্রি সেলসিয়াসে থাকাবস্থায় প্রকৃতিকে আপন খেয়ালে ভিজিয়ে দিয়ে যায় মুষলধারে বৃষ্টি। তাতে নগর জীবন খানিকটা স্বস্তি ফিরে আসে। স্তব্ধ হয়ে পড়ে অনেকের কাজকর্ম। তবে, কর্মঘণ্টা নষ্ট না করে ছুটে চলেছেন নিত্যআয়ের অনেক লোকজন। এই বৃষ্টিতেও রিকশায় যাত্রী নিয়ে চালকদের ছুটে চলা ছিল নিরন্তর।

সরেজমিনে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে দুই বান্ধবীকে, তারা সড়ক পার হচ্ছে । বন্ধুর সঙ্গ নিতে গিয়ে বৃষ্টিতে ভিজেও সড়ক পার। বৃষ্টিতে ভিজে দূরন্ত কিশোরীদের দূরে কোথাও চাহনি। সখির কাঁধে হাত রেখে বৃষ্টিতেও আনমনে চাহনি যেন শৈশবে ফিরিয়ে নিয়ে যায়! দূরন্তপনা শৈশবের মল্লিকাদের ছুটে চলা যেন শরতের বৃষ্টিতে সিনেম্যাটিক হয়ে ধরা দিয়ে গেল। ক্যামেরায় ধারণকৃত শরতের বৃষ্টিতে সিনেম্যাটিক দৃশ্য। এক পসলা শরতের বৃষ্টিতে ভিজলো সিলেট। বৃষ্টি থেকে নিজেকে রক্ষায় পলিথিন মুড়িয়ে রিকশাতেই অবস্থান করছেন একজন চালক। বৃষ্টিতেও থেমে থাকেনি রিকশাচালকসহ নিত্যআয়ের মানুষের মধ্যে অনেকের কর্মঘণ্টা। সিলেটে শরতের আকাশে ভারি বর্ষণ। তারপরও সঙ্গীর পথ ধরে বৃষ্টিতেও ছুটে চলা দুই কিশোরের।
বৃষ্টিতে দূরন্ত শিশুদের ছুটে চলা।  বৃষ্টিতে যেন শৈশবের মল্লিকাদের ছুটে চলা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।