ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিনল্যান্ড

প্যারিসে সন্ত্রাসী হামলায় ফিনল্যান্ড বিএনপি’র নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিসে সন্ত্রাসী হামলায় ফিনল্যান্ড বিএনপি’র নিন্দা

হেলসিংকি থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ফিনল্যান্ড বিএনপি’র নেতারা এ নিন্দা জানান।



এতে বলা হয়, সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ১শ ৫৩ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। এটি কেবল ফরাসি জনগণের উপর নয়, গোটা মানবতা ও মূল্যবোধের উপর হামলা। সব ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী মানুষের পাশে বিএনপি রয়েছে ও থাকবে।

তারা আশা প্রকাশ করে বলেন, প্যারিসে এ বর্বরোচিত ও নৃশংস হামলার হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে।
 
নেতারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা ফ্রান্সের সরকার ও জনগণের প্রতিও সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ