ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ফিনল্যান্ড

সর্বশেষ সূর্যোদয় হয়েছিল ২৬ নভেম্বর

জামান সরকার, ফিনল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সর্বশেষ সূর্যোদয় হয়েছিল ২৬ নভেম্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেলসিংকি: ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উত্‌সইয়কিতে প্রায় দুই মাস সূর্য ওঠে না। উত্‌সইয়কি শহরটির অবস্থান পার্শ্ববর্তী দেশ নরওয়ের সীমান্ত ঘেঁষে।



অনেকের কাছেই এ ঘটনাটি অবিশ্বাস্য হলেও উত্তর গোলার্ধের দেশ ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের জন্যে এটাই সত্যি।

ফিনিশ মিটিওরোলজিকাল ইন্সটিটিউট জানায়, ফিনল্যান্ডের উত্তরাংশের সর্ব উত্তরের শহর উতস্‌ইয়কিতে সর্বশেষ সূর্যোদয় হয়েছিল গত ২৬ নভেম্বর দুপুর ১১টা ৫১ মিনিটে, তাও মাত্র ১৫ মিনিট ১১ সেকেন্ডের জন্য।

উত্‌সইয়কিবাসীকে সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হবে ২০১৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। আর ওই দিনটির দৈর্ঘ্য হবে মাত্র ৫০ মিনিট ১১ সেকেন্ড। অর্থাৎ সূর্য উঠবে বেলা ১১টা ৫৬ মিনিটে আবার অস্ত যাবে দুপুর ১২টা ৪৭ মিনিটে।

তবে ফিনল্যান্ডে এ বছর প্রকৃত মধ্যরাতের অন্ধকার দেখা যাবে আগামী মঙ্গলবার ২২ ডিসেম্বর।

এর ফলে এ সময় আলোর পরিবর্তে অন্ধকারে নিমজ্জিত থাকে দিবা-রাত্র।

একইভাবে গরমের সময় এ অঞ্চলে বছরে দুই থেকে আড়াই মাস সূর্য কখনও সম্পূর্ণ অস্ত যায় না।

রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যে কারণেই প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এ আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন।

তেমনি আবার শীতে টানা দুই মাস যখন সূর্য ওঠে না, তখন সে অঞ্চলের বাসিন্দাদের জন্য সেটি হয় শীতের রাতের আর এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ