ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফিনল্যান্ড

ফিনল্যান্ডে প্রবাসী বাঙালিদের বিজয় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ফিনল্যান্ডে প্রবাসী বাঙালিদের বিজয় দিবস উদযাপন

বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী যখন শ্রদ্ধার ফুলে ঢেকে গেছে, সেই একই ক্ষণে ফিনল্যান্ডেও দিনটি উদযাপন করেছে প্রবাসী বাঙালিরা।

ফিনল্যান্ড: বিজয়ের ৪৫তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী যখন শ্রদ্ধার ফুলে ঢেকে গেছে, সেই একই ক্ষণে ফিনল্যান্ডেও দিনটি উদযাপন করেছে প্রবাসী বাঙালিরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) হেলসিংকি অউলু বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত পরিসরে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের ফিনল্যান্ড শাখার আয়োজনও ছিল এদিন।  

অউলু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিন গাজী জানান, ২০১৮ সালে বড় পরিসরে বাংলাদেশের জাতীয় দিনগুলো তারা উদযাপন করবেন।

ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহেছান লেনিন বলেন, বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরা এখন সময়ের দাবি। দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিদেশিদের চোখে এখনও বাংলাদেশ গরীব আর তলাবিহীন ঝুড়ি- এ ধারণা পরিবর্তনের জন্য প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।      

এদিকে সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানী হেলসিংকিতে আলোচনা সভা করবে বলে জানিয়েছে বিএনপির ফিনল্যান্ড শাখা।

শুক্রবার দলের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে ফিনল্যান্ড বিএনপির নেতা গাজী সামসুল আলম এ তথ্য জানান। ওই সভায় ফিনল্যান্ড বিএনপি ও এর অঙ্গ সংঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।  

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা জামান সরকার, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, আলাউদ্দিন আহমেদ, নাজমুল হুদা মনি প্রমুখ।

এছাড়া মোস্তাক সরকার, তাপস খান, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিঠু, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিক খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, রাইসুল ইসলাম, সাইফুর রহমান সাইফ, আশরাফ উদ্দিন, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, মীর ইসমেইল, রাসেল খান, শাকিল নেওয়াজ, সাজিদ খান জনি, এমরান হোসেন খান, ফাহমিদ-উস-সালেহীন, সামী-উর-রাশেদীন, রফিকুল ইসলাম ওই সভায় উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিনল্যান্ড এর সর্বশেষ