ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেইন কিলার নিয়ে মাঠে নেমেছিলেন লাউতারো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
পেইন কিলার নিয়ে মাঠে নেমেছিলেন লাউতারো

বিশ্বকাপ খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসের। একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে হুলিয়ান আলভারেসের কাছে।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেশ কয়েকটি সুযোগও মিস করেন মার্তিনেস।  

এই বিশ্বকাপে এখনও গোলের দেখা পাননি তিনি। সৌদি আরবের বিপক্ষে দুবার বল জালে জড়ালেও দুটিই ছিল অফসাইড। এবার মার্তিনেসের এজেন্ট আলেহান্দ্রো কামাকো জানিয়েছেন, পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।  

এটা পারফরম্যান্স খারাপের একটি কারণ বলেও ইঙ্গিত দিয়েছেন নিজের কথায়। তিনি বলেছেন, ‘লাউতারো ইনজেকশন নিয়েছিল, কারণ তার গোড়ালিতে ব্যথা ছিল। সে অনেক কষ্ট করেছে সেটি যেন চলে যায়। যত তাড়াতাড়ি এটা ঘটবে, সে মাঠে উড়বে। মার্তিনেস বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন। ’

সৌদির বিপক্ষে দুটি গোল বাতিল হওয়ার পর মানসিকভাবে মার্তিনেস ভেঙে পড়েছিল বলেও জানান তার এজেন্ট, ‘সে মানসিকভাবে অনেক শক্ত। কিন্তু সৌদি আরবের বিপক্ষে তার গোলটা যখন বাতিল হলো, এটা ভীষণ কঠিন মুহূর্ত ছিল। ’

মার্তিনেসের একাদশে জায়গা হারানো প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতা লাউতারো আর হুলিয়ান দুজনকেই শক্ত করছে। কারণ তাদের মধ্যে এই বৈপরিত্য একে-অন্যেকে ভালো করতে উদ্বুদ্ধ করছে। ’

বাংলাদেশ সময় : ১২১৯ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।