ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মামলা থেকে অব্যাহতি পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
মামলা থেকে অব্যাহতি পেলেন নেইমার

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কান্না ভেজা চোখে কাতার ছেড়েছেন নেইমাররা।

জাতীয় দল থেকেও অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয়। এমন দুঃসময়ে কিছুটা স্বস্তি এলো নেইমারের জীবনে। জালিয়াতি ও দুর্নীতির মামলায় স্পেনের আদালত নেইমারকে অব্যাহতি দিয়েছে।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। সেই দলবদল নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারের সঙ্গে এই মামলার বিবাদীপক্ষে ছিলেন তার মা-বাবা, দুই ক্লাব বার্সেলোনা ও সান্তোস এবং ক্লাব দুটির সাবেক তিন সভাপতি।

মামলায় ডিআইএসের অভিযোগ ছিল, ব্রাজিলিয়ান ক্লাবটি থেকে নেইমারের বার্সেলোনায় যোগদানে দলবদলের আসল অঙ্কটা প্রকাশ করা হয়নি। এতে ডিআইএস স্বত্ব অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল, তা পায়নি, কম পেয়েছে। পিএসজি তারকা নেইমার এ অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করে হেরে যান। তারপর এই বিচারের প্রক্রিয়া শুরু করা হয়েছিল।

এবার সেই মামলা থেকে দায়মুক্তি পেয়েছেন নেইমার।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসম্বের ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।