ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ক্রোয়েশিয়া

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের সামনে সুযোগ থাকছে তৃতীয় হয়ে আসর শেষ করার।

সেই লক্ষ্যে আজ (১৭ ডিসেম্বর) কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে জ্লাতকো দালিচের শিষ্যরা।

মরক্কোর বিপক্ষে লড়াইট একটুও সহজ ভাবে নিচ্ছে না ক্রোয়েশিয়া। মরক্কো ভয় ধরিয়েছে যেকোনো প্রতিপক্ষের রক্ষণে। এমনকি টুর্নামেন্টের ফাইনালে আসার পথে কোনোভাবেই বিপাকে না পড়া ফ্রান্সকেও তুমুল বাধার মুখে রেখেছে তারা। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইকে বিশ্বকাপের ‘বাজে ম্যাচ’ বললেও চতুর্থ হয়ে শেষ করতে চান না মরক্কো কোচ।  
এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেও মরক্কোকে হারাতে পারেনি ক্রোয়েশিয়া। ১৯৯৬ সালে হাসান দ্বিতীয় ট্রফির সেমিফাইনালে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জেতে মরক্কানরা। এরপর দেখা হয়েছে চলতি বিশ্বকাপে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে ক্রোটদের রুখে দেয় মরক্কো।  

তৃতীয় স্থান বির্ধারণী ম্যাচে যারা জিতবে তাদের দখলে যাচ্ছে একটি ব্রোঞ্জ পদক এবং ২৭ মিলিয়ন ডলারন। হেরে যাওয়া দল দুই মিলিয়ন ডলার কম পাবে, মানে ২৫ মিলিয়ন। মধুর সমাপ্তির ব্রোঞ্জ পদক নিয়ে কারা বড়ি ফিরবে সেটাই এখন দেখার অপেক্ষা!

ক্রোয়েশিয়া একাদশ: লিভাকোভিচ, স্ট্যানিসিচ, পেরেসিচ, মেজার, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, লিভাজা, ওরসিচ, গভার্দিওল, সুতালো।

মরক্কো একাদশ: বোনো ইয়াসিন, আশরাফ হাকিমি, দারি, এল ইয়ামিক, আত্তিয়াত-আল্লাহ, আমরাবাত, এল খানৌস, জিয়েস, সাবিরি, বাউফল, এল-নাসরি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।