ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শঙ্কা কাটিয়ে ফ্রান্স একাদশে জিরুদ-ভারানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
শঙ্কা কাটিয়ে ফ্রান্স একাদশে জিরুদ-ভারানে

দুজনে ফাইনালের আগে শেষবারের মতো অনুশীলন করেননি। তাই ফাইনালে তাদের থাকা না থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা।

 দলে ক্যামেল ভাইরাস হানা দেওয়া অসুস্থতার কবলে পড়েন বেশ কয়েকজন ফুটবলার। তবে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে পূর্ণশক্তির একাদশই সাজিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

গোলবারের নিচে অনুমিতভাবেই থাকছেন অধিনায়ক হুগো লরিস। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। সেমিফাইনালে অসুস্থতার কারণে খেলা উপামেকানোর। তার অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইব্রাহিম কোনাতে। বেশ কয়েকবার ফ্রান্সকে গোল হজম করা থেকে বাঁচিয়েছেন তিনি। কিন্তু ফাইনালে এসে কঠিন সিদ্ধান্ত নিতেই হলো দেশমকে। একাদশে আবারও উপামেকানোকে ফেরান তিনি। একইসঙ্গে ফেরানো হয় রাবিওকেও। অসুস্থতার কারণে তিনিও মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। শিরোপা ধরে রাখতে তার ওপরই আস্থা রেখেছেন দেশম।

আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের একাদশ

গোলরক্ষক:  হুগো লরিস।
ডিফেন্ডার: জুল কুন্দে, রাফায়েল ভারানে, উপামেকানো, থিও এরনঁদেজ
মিডফিল্ডার: অঁতোয়ান গ্রিজমান, অহেলিয়ে চুয়ামেনি, রাবিও।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ, উসমান দেম্বেলে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।