ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলের শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
পেলের শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে নেইমার

বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন উঠে, পেলের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নেইমারকে ছুটি দিয়েছে পিএসজি। কিন্তু গতকাল ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এমনকি পিএসজির কাছে ছুটিও চাননি তিনি। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।

যদিও নেইমারের বাবা নেইমার সিনিয়র ছুটে গিয়েছিলেন সান্তো। কিন্তু নিজ দেশের এমন কিংবদন্তির শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নেইমার। যেজন্য তার সমালোচনা করেন ব্রাজিলের এক টিভি শো-এর উপস্থাপক জোসে লুইস দাতেনা।

তিনি বলেন, ‘ছুটির জন্য নেইমার খুব ভালোভাবেই চাপ দিতে পারত পিএসজিকে। এর আগেও সে বেশ কয়েকবার পার্টি করার জন্য ছুটি নিয়েছে। তাহলে পেলেকে বিদায় জানানোর জন্য কেন ছুটি নিতে পারবে না? আমি মনে করি একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নেইমারের আসাটা বাধ্যতামূলক ছিল। ’

গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান পেলে। ফুটবলের ‘কালো মানিক’কে নিয়ে নেইমার লিখেছিলেন, ‘পেলের আগে ১০ কেবলই একটি সংখ্যা ছিল—আমি এই বাক্যাংশটি আমার জীবনের কোনো এক সময়ে কোথাও পড়েছি। কিন্তু সুন্দর এই বাক্যটি অসম্পূর্ণ। আমি বলব—পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। ‘

‘তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে পরিণত করেছিলেন; গরিব, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ মানুষের কণ্ঠস্বর হয়েছেন: ব্রাজিলকে দিয়েছেন দৃশ্যমানতা। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়েছেন (পেলে)। রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন কিন্তু তার জাদু রয়ে গেছে। পেলে চিরন্তন!’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এএইচএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।