ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের দুশ্চিন্তা ‘ফিনিশিং’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
বাংলাদেশের দুশ্চিন্তা ‘ফিনিশিং’

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর এবং তুর্কমেনিস্তান।

আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচগুলো।

২৩ এপ্রিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আজ (১৬ এপ্রিল) বাফুফে ভবনে টুর্নামেন্টকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাফুফে। সংবাদ সম্মেলনে পরের রাউন্ডে খেলার ব্যাপারে আশার কথা জানিয়েছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আমি দুই দলকেই শক্ত প্রতিপক্ষ হিসেবে নিয়েছি। এই মুহূর্তে কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখছি না। তবে দুই ম্যাচেই জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আশাবাদী। ’

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নারী দলের গোলস্কোরিং সমস্যা ছিল আলোচনায়। এবারের আসরে ফিনিশিং নিয়ে বেশি কাজ করেছেন বলে জানিয়ছেন কোচ ছোটন। তিনি বলেন, ‘স্কোরিংয়ের সমস্যা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবার ফিনিশিং নিয়ে আমরা প্রতিটি প্র্যাকটিস সেশনেই কাজ করেছি। ’

গত মাসে সাফ অ-১৭ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। জয়নব বিবি রিতা ছাড়া এই দলের আর কারোরই বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। অধিনায়ক রুমা আক্তার অবশ্য এতে বিচলিত নন, ‘আমরা অনুশীলন করেছি, টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চাই। এজন্য সকলের কাছে দোয়া চাই। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।