ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোলের ফিফটি হালান্ডের, আর্সেনালকে হটিয়ে শীর্ষে সিটি 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
গোলের ফিফটি হালান্ডের, আর্সেনালকে হটিয়ে শীর্ষে সিটি 

এ মৌসুমে আর্লিং হালান্ডের ৫০তম গোলের ম্যাচে ফুলহামকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ২-১ গোলে জয় তুলে নিয়েছে সিটিজেনরা।  

তৃতীয় মিনিটেই হুলিয়ান আলভারেস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে হালান্ড। এই মৌসুমে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের এটি ৫০তম গোল। ১৯৩১ সালে অ্যাস্টিন ভিলার জার্সিতে প্রথমবারের এই মাইলফলক ছুঁয়েছিলেন টম 'পোঙ্গো' ওয়ারিং।  

প্রিমিয়ার লিগেও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এতদিন ছিল অ্যান্ডি কোলের। ১৯৯৩-৯৪ মৌসুমে ৩৪ গোল করেছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার। পরের বছর ব্ল্যাকবার্নের হয়ে একই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার।

যাই হোক, ১৫তম মিনিটে আলভেস মোরায়িসের গোলে সমতায় ফেরে ফুলহাম। তবে ৩৬তম হুলিয়ান আলভারেজের গোলে জয় নিশ্চিত করে সিটি।

এই জয়ে ৩২ ম্যাচ শেষে সিটির পয়েন্ট হলো ৭৬। এক ম্যাচ বেশি খেলেও ৭৫ পয়েন্ট দুইয়ে নেমে যাওয়া আর্সেনালের।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।