ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজন করবে না নেপাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২, ২০২৩
সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজন করবে না নেপাল

জুলাইয়ে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল নেপালের। তবে আসর আয়োজনে অপারগতা জানিয়েছে হিমালয়ের দেশটি।

আজ মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভা হয়। কমিটির সভাপতি আতাউর রহমান মানিক সভা শেষে নেপালের সাফ আয়োজনে অপারগতার বিষয়টি জানান।

আতাউর রহমান মানিক বলেন, নেপাল না করে দেওয়ায় কোন দেশে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাফের পক্ষ থেকে পরে আয়োজক দেশের নাম জানানো হবে।

এদিকে আগামী সেপ্টেম্বরে ভুটানে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত; এমনটাই জানিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০২, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।