ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চাকরি হারানোর শঙ্কা নেই আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ১৮, ২০২৩
চাকরি হারানোর শঙ্কা নেই আনচেলত্তির

দুই মেয়াদে চার বছর রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে দুইবারই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন কার্লো আনচেলত্তি। বাকি দুইবার ফিরতে হয়েছে সেমিফাইনাল থেকে।

এবারের হারটি হয়তো একটু বেশিই কষ্ট দেবে আনচেলত্তি। কেননা ম্যানচেস্টার সিটির মাঠে স্রেফ বিধ্বস্ত হয়েছে রিয়াল।  

ইতিহাদে ৪-০ গোলে হারের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনাকল্পনা ডানা মেলছে। তবে চাকরি হারানো নিয়ে কোনো শঙ্কাই নেই এই ইতালিয়ান কোচের।

আনচেলত্তি বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে কারও সন্দেহ নেই। কারণ দুই সপ্তাহ আগে সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তাই কারও সন্দেহ নেই। যে পরিকল্পনা নিয়ে এসেছিলাম তা করতে পারিনি আমরা। আমাদের ফাইনাল খেলার সামর্থ্য ছিল। এই মৌসুমে খুব ভালো খেলেছি আমরা এবং আগামী মৌসুমে এর চেয়ে ভালো করবো। ’

আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নেই শিষ্যদের মধ্যেও। লুকা মদ্রিচ বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। দ্বিতীয় মেয়াদে তিনি আসার পর সব শিরোপাই জিতেছেন। গত মৌসুমটা ছিল অবিশ্বাস্য। বিশ্বকাপের আগ পর্যন্ত এই মৌসুমে লা লিগায় ভালো করেছি আমরা, সবকিছুর জন্য লড়াই করেছি এবং এরপর কিছু হার কপালে জুটেছে যা আমরা চাইনি বা প্রত্যাশা করিনি। ’

মদ্রিচের সুরে তাল মিলিয়ে ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘অবশ্যই তার (আনচেলত্তি) চালিয়ে যাওয়া উচিত। এটা কঠিন এক দিন, তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে আমাদের যাতে করে আগামী মৌসুমে যেন এমনটা না ঘটে। ’

এই মৌসুমে কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপ ছাড়া আর কিছুই জিততে পারেননি আনচেলত্তি। তার কৌশল নিয়ে সন্তুষ্ট নন খোদ রিয়াল সমর্থকেরাও। এদিকে চুক্তি অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে থাকছেন আনচেলত্তি।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।