ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

গোপন ব্যালটের সিদ্ধান্তে এশিয়ান গেমসে যাচ্ছে পুরুষ ফুটবল দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
গোপন ব্যালটের সিদ্ধান্তে এশিয়ান গেমসে যাচ্ছে পুরুষ ফুটবল দল

এবারের এশিয়ান গেমসে শুধু নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই সিদ্ধান্ত বদলের সিদ্ধান্ত নেয় বিওএ।

গোপন ব্যালটের মাধ্যমে কমিটির সকলের সিদ্ধান্ত জানা হয়।

কমিটির সিংহভাগ ভোটই ছেলেদের এশিয়ান গেমসে যাওয়ার পক্ষে। গোপন ব্যালটে ২১ সদস্য পুরুষ ফুটবল দলকে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ৬ জন। সর্বশেষ ২০১৮ এশিয়ান গেমস ফুটবলে কাতারকে হারিয়ে প্রথমবার দ্বিতীয় রাউন্ডে ওঠে বাংলাদেশ। তাদের এমন সাফল্যের পরও পুরুষ দলকে না পাঠানোর সিদ্ধান্তে অনেকেই অবাক হয়। তবে জানা যায় গত ৬ মে বিওএর নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এশিয়ান গেমসে ফুটবলে মেয়েদের পাঠানো হলেও ছেলেদের পাঠানো হবে না। কারণ, ফুটবলে ছেলেদের ফল ভালো নয়, জাতীয় দল এশিয়ান গেমসে কিছু করতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এটা আলোচনাতেই আসেনি যে ফুটবলে জাতীয় দল নয়, খেলবে অনূর্ধ্ব–২৩ দল।  

বাফুফে চিঠি দেয়ার পর সব পরিষ্কার হয় সকলের কাছে। এরপর সিদ্ধান্ত বদলাতে নেয়া হয় পদক্ষেপ। ফলে এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলের যাওয়া এখন সময়ের বিষয় মাত্র।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ২০ মে, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।