ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংস সভাপতির সঙ্গে লা লিগা প্রতিনিধিদের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
বসুন্ধরা কিংস সভাপতির সঙ্গে লা লিগা প্রতিনিধিদের বৈঠক

দেশের ফুটবল উন্নয়নে বসুন্ধরা কিংসের ভূমিকা অনস্বীকার্য। ইতোমধ্যেই তাদের সাফল্যের কথা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও।

যা পৌঁছে গেছে স্পেনেও। এরই ধারাবাহিকতায় আজ (২২ মে) লা লিগার ভারতীয় প্রতিনিধিরা বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

লা লিগা ভারতের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তনিও এবং লা লিগা ভারতের প্রতিনিধি আকৃতি ভোরা বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়ন এবং ভবিষ্যতে কাজ করার সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

দেশের ক্লাব ফুটবলে একমাত্র বসুন্ধরা কিংসেরই রয়েছে সব ধরনের আধুনিক অবকাঠামো। দক্ষিণ এশিয়ার মধ্যে বসুন্ধরা কিংস প্রথম ক্লাব যাদের ফ্লাড লাইট সহ নিজস্ব স্টেডিয়াম রয়েছে। ইতোমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে ক্লাবটির।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।