ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বর্ণবাদের আধাঁর কেটে আলো আনতে লড়াই চালিয়ে যাবেন ভিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
বর্ণবাদের আধাঁর কেটে আলো আনতে লড়াই চালিয়ে যাবেন ভিনি

ঘটনার শুরু হয় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে। বর্ণবাদের শিকার হন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

মাঠ থেকেই শুরু হয় তাৎক্ষনিক প্রতিবাদ। পরবর্তীতে ভিনির পাশে দাঁড়ান অনেকেই। একই পথে হাঁটলো রিও দে জেনেইরোর ‘ক্রাইস্ট দা রিডিমার’ও।

সোমবার সন্ধ্যায় আলোয় জ্বলজ্বল করা এই ভাস্কর্য ছেয়ে গেল আধাঁরে। ব্রাজিলেরই ছেলে ভিনিসিয়ুসকে বর্ণবাদী আচরণের কারণে এই প্রতিবাদ। সঙ্গে শামিল হলেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এক বিবৃতিতে তিনি ভিনিসিয়ুসের পাশে দাঁড়ানোর কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ফিফা ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষকে।  

একই কারণে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্রাইস্ট দা রিডিমারের আলো বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারে ভাস্কর্যটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায় ‘বর্ণবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের অংশ হিসেবে, ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানাতে এবং বিশ্বজুড়ে বর্ণবাদের শিকার সবার পাশে দাঁড়াতে’ তাদের এই উদ্যোগ।  

ভাস্কর্যের এই আধাঁরে ছেয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভিনিসিয়ুসও। বর্ণবাদের এই ভয়ঙ্কর দিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কালো এবং আকর্ষণীয়। ক্রাইস্ট দা রিডিমার ছিল ঠিক এরকম। সংহতির এই পদক্ষেপ আমাকে আন্দোলিত করেছে। তবে সবকিছুর ওপরে আমার চাওয়া, অনুপ্রাণিত করা এবং আমাদের লড়াইয়ে আরও আলো বয়ে আনা। ’

এই লড়াই চালিয়ে যাবেন ভিনি। ছাড়বেন না হাল, ‘গত কয়েক মাসে ব্রাজিল বিশ্বের অন্যান্য জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা ও সমর্থনের যে স্রোত দেখেছি, তাতে আমি মুগ্ধ। আমি একদম পরিষ্কারভাবে জানি যে, কে কেমন। আমার প্রতি ভরসা রাখুন, কারণ ভালোদের সংখ্যাই বেশি এবং লড়াইয়ে আমি হাল ছাড়ব না। ’

বারবার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস ভুগলেও পরবর্তী প্রজন্মকে ভুগতে দেবেন না। এজন্য যা করার প্রয়োজন সব কিছু করবেন বলে জানান ২২ বছর বয়সী এই তরুণ। তিনি বলেন, ‘আমার জীবনে একটি লক্ষ্য আছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে যেন এরকম অবস্থার মধ্যে না যেতে হয়, সেজন্য লড়াইয়ে আমাকে আরও অনেক ভুগতে হলেও আমি তৈরি ও প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।