ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে নিয়েই ইউরো বাছাইয়ের পর্তুগাল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
রোনালদোকে নিয়েই ইউরো বাছাইয়ের পর্তুগাল দল ঘোষণা

সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমটা শিরোপাহীন কাটলো ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পর্তুগিজ উইঙ্গার নিজে ছিলেন ছন্দেই।

যার জেরে পর্তুগাল জাতীয় দলেও জায়গা ধরে রেখেছেন তিনি।  

ইউরো বাছাইয়ের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ২৬ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন রোনালদোও।

আগামী মাসে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের সঙ্গে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুই ম্যাচের পর্তুগাল দলে রোনালদো ছাড়াও আছেন হুয়াও কানসেলো, রুবেন দিয়াস, ব্রুনো ফার্নান্দেস ও বার্নান্দো সিলভার মতো তারকারা।  

আগামী ১৭ জুন লিসবনে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ খেলবে রোনালদোরা। এর তিন দিন পর রেইকজেভিকে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা।

পর্তুগাল স্কোয়াড: দিয়েগো কস্তা কস্তা, হোসে সা, রুই পাত্রিসিও, আন্তোনিও সিলভা, দানিলো, দালত, ইনাসিও, কানসেলো, নেলসন সেমেদো, পেপে, গুয়েরেইরো, রুবেন দিয়াজ, তোতে গোমেস, বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পাওলিনহা, ওতাভিও, রেনাতো সানচেস, রিকার্দো হোর্তা, রুবেন নেভাস, ভিতিনহা, রোনালদো, দিয়োগো জোতা, গঞ্জালো রামোস, হুয়াও ফেলিক্স ও রাফায়েল লিও।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।