ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে কিংস সভাপতির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মোহামেডানকে কিংস সভাপতির অভিনন্দন

আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান। দীর্ঘ ৯ বছর পর কোনও শিরোপা জয় করেছে সাদা-কালোরা।

তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।

নিজের ফেসবুক প্রোফাইলে মোহামেডানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ইমরুল হাসান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড, কোচ, কর্মকর্তা এবং সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন । ’

কিছুদিন আগেই টানা চতুর্থবার প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। এই শিরোপা জয়ের ফলে দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়েছে তারা।

উল্লেখ্য, বসুন্ধরা কিংসকে হারিয়ে এবারের ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল মোহামেডান।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ৩০, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।