চুক্তি শেষ হওয়ার এক বছর বাকি থাকতেও রিয়াল মাদ্রিদ ছেড়েছেন করিম বেনজেমা। আগামী মৌসুম থেকে সৌদি আরবের লিগে দেখা যেতে পারে এই তারকা ফরোয়ার্ডকে।
আগামীকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ভক্তদের বিদায় জানাবেন বেনজেমা। এরপরই উড়াল দেবেন সৌদি আরবে। আল ইত্তিহাদের কাছ থেকে বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। চাইলে মেয়াদ শেষে আরও এক মৌসুম বাড়াতেও পারবেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বলা যায় অনেকটা ফর্মের চূড়ায় থেকেই রিয়াল ছাড়ছেন বেনজেমা। ১৪ বছরের ক্যারিয়ারের জিতেছেন ২৫ শিরোপা। ৩৫৪ গোল করে হয়েছেন ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। নিজের শেষ ম্যাচেও গোল করে দলের হার এড়িয়েছেন তিনি।
২০২২ সালের শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে দলে ভেড়ায় আল-নাসর। এরপর থেকেই আলোচনায় সৌদি ফুটবল। রোনালদো ভক্তরা নিয়মিতই খোঁজ রাখেন প্রো লিগের। সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। ১৪ বছর পর শিরোপার স্বাদ পায় তারা। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন দলের হয়েই আগামী মৌসুমে মাঠ মাতাবেন বেনজেমা।
এদিকে সৌদি লিগে লিওনেল মেসির খেলার সম্ভাবনাও প্রবল। পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। আর কদিনের ভেতর ঠিক করবেন পরবর্তী গন্তব্য। তাকে নিতে প্রায় ৫০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। কেবল মেসির সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এএইচএস