ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এক মৌসুমে চার শিরোপা জিতে আলভারেসের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এক মৌসুমে চার শিরোপা জিতে আলভারেসের বিশ্বরেকর্ড সংগৃহীত ছবি

মাত্র ছয় মাসে আমূল বদলে গেছে হুলিয়ান আলভারেসের ক্যারিয়ার। এক মৌসুমে বিশ্বকাপ ও ট্রেবল জিতে ইতিহাস গড়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

 

গতকাল রাতে ম্যানচেস্টার সিটির জার্সিতে ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ) জেতার স্বাদ পেয়েছেন আলভারেস। সেই সঙ্গে আছে বিশ্বকাপ শিরোপাও। এক মৌসুমে বিশ্বকাপ ও ট্রেবল জেতার এমন কীর্তি নেই আর কারো।  

এক মৌসুমে বিশ্বকাপ ও ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ডে আলভারেসের আগে নাম লিখিয়েছেন আরও ৯ জন। তবে তারা কেউই ঘরোয়া ডাবল জিততে পারেননি।  

সদ্য শেষ হওয়া মৌসুমের প্রায় অর্ধেক সময় না খেলেও সিটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আলভারেস। এছাড়া ২০২২ বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। যে আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেন আলভারেস।

আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে এ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। এরপর এফএ কাপের ফাইনালে তারা হারায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারায় তারা। যদিও ফাইনালে মাঠে নামার সুযোগ পাননি আলভারেস। কিন্তু শিরোপা ঠিকই ছুঁয়ে দেখেছেন তিনি।  

এর আগে ২০১৮ সালে রিভারের জার্সিতে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছিলেন আলভারেস। আর তাতে প্রথম আর্জন্টাইন হিসেবে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতার মাইলফলক গড়লেন তিনি। ইতিহাসেই এমন কীর্তি আছে শুধু চার ব্রাজিলিয়ান দিদা, রক জুনিয়র, কাফু এবং রোনালদিনহোর।

২০২১ সালে রিভার প্লেটের জার্সিতে আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন আলভারেস। সেবার মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বুটও যায় তার ঝুলিতে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে ১৪ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে ফলে ভেড়ায় সিটি। তবে মৌসুমের বাকি সময়ের জন্য তাকে রিভারেই ধারে খেলতে পাঠায় ইংলিশ জায়ান্টরা।

২০২২ সালের ৭ জুলাই রিভারের জার্সিতে শেষ ম্যাচ খেলেন আলভারেস। ২৩ দিন পর সিটির জার্সিতে কমিউনিটি শিল্ডে অভিষেক ম্যাচ খেলেন তিনি। ম্যাচটিতে লিভারপুলের কাছে সিটিজেনরা হেরে গেলেও গোলের দেখা পান আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর পেপ গার্দিওলার অধীনে ৪৯ ম্যাচ খেলেন তিনি, যার মধ্যে ২৩ ম্যাচে সুযোগ পান শুরুর একাদশে। মৌসুমে ১৭ গোল করেন তিনি। সিটির জার্সিতে একমাত্র আর্লিং হালান্ড তার চেয়ে বেশি (৫২) গোল করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।