ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন বুসকেতস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন বুসকেতস সংগৃহীত ছবি

বার্সেলোনার জার্সি গায়ে দুজন খেলেছেন নিয়মিত। দলকে শিরোপা জিতিয়ে উল্লাসে মেতেছেন তারা।

সার্জিও বুসকেতস ও লিওনেল মেসির জুটিতে বুঁদ হয়েছেন সমর্থকরা। তবে বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে গেলে ভেঙে যায় সেই জুটি।  

তবে তাদের ভক্তদের জন্য অবশ্য সুখবর, মেসি ও বুসকেতসের আবারও দেখা যেতে পারে একই দলের জার্সি গায়ে। গত মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন বুসকেতস, ৩০ জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্লাবটির। তাতে ইতি ঘটতে যাচ্ছে বার্সার হয়ে বুসকেতসের দারুণ এক ক্যারিয়ার।  

স্প্যানিশ এই তারকার পরের গন্তব্য কোথায়? স্প্যানিশ পত্রিকা ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, বুসকেতস যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। ক্লাবটির সঙ্গে তার আড়াই বছরের চুক্তি হচ্ছে বলে জানা গেছে। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে যাওয়ার ঘোষণা দেন মেসিও।

মেসির সঙ্গে মিলে মিয়ামিকে নিয়ে বেশ ভালো চ্যালেঞ্জই নিতে হবে বুসকেতসকে। ২০২৩ সালের এমএলএস একদমই ভালো কাটেনি দলটির, পয়েন্ট টেবিলে আছে সবার নিচে। একই ক্লাবের হয়ে খেলতে পারেন বার্সার আরেক সাবেক তারকা জর্দি আলবা। চলতি মৌসুমেই বার্সা ছাড়ার ঘোষণা দেন তিনিও।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।