ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তারিক কাজীকে বিশ্রামে রেখে অনুশীলনে বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
তারিক কাজীকে বিশ্রামে রেখে অনুশীলনে বাংলাদেশ দল

বাংলাদেশর ডিফেন্স লাইনের ভরসার নাম তারিক কাজী। গতকাল (২৫ জুন) মালদ্বীপের বিপক্ষে জয়ের ম্যাচে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন এই তরুণ ডিফেন্ডার।

তবে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া তারিককে ছাড়াই আজ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।  

মালদ্বীপের বিপক্ষে গোল করার কিছুক্ষণ পরেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তারিককে। এরপর তার এক্স-রে করানো হয়েছে। এখনো তার ইনজুরি নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ফলে আজ অনুশীলনে তারিককে বিশ্রাম দিয়েছেন দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। নিজের হোটেল রুমে বিশ্রামে আছেন তিনি। তাকে ছাড়াই আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।  

পরের ম্য্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে জিতলেও ভুটানের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। লেবানন ও মালদ্বীপের বিপক্ষে হারলেও ভুটান যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বিপজ্জনক ভুটানের বিপক্ষে তারিক কাজীকে পাওয়া যাচ্ছে কি না এই বিষয়টি এখনো নিশ্চিত নয়।  

তারিককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না দলের কোচ। পুরোপুরি সুস্থ না হলে তারিকের স্থানে অন্য কাউকে খেলানোর কথা আগেই জানিয়েছেন কাবরেরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।