ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৩ ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৩ ক্লাব বিশ্বকাপ

ক্লাব বিশ্বকাপের এবারের আসর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা গত ফেব্রুয়ারিতেই জানিয়েছিল ফিফা। ইতোমধ্যে আসরটির ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।

জেদ্দায় অনুষ্ঠিত হবে ২০২৩ ক্লাব বিশ্বকাপ।

গতকাল বিষয়টি চূড়ান্ত করে ফিফা। এর আগে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির একটি প্রতিনিধি দল জেদ্দা সফর করে আসে। আগামী ১২ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের এবারের আসর। অংশগ্রহণ করবে ৬ মহাদেশের ৭টি ক্লাব।

সাতটি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হওয়া ক্লাব বিশ্বকাপের এটিই শেষ আসর। আগামী মৌসুম থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ২০২৫ সালে এই ফরম্যাটের প্রথম আসরটি গড়াবে যুক্তরাষ্ট্রে।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।