ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আগামীকাল দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
আগামীকাল দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে আসর শেষ করেছে বাংলাদেশ। তবে নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছে কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

সাফ মিশন শেষে আগামীকাল (৩ জুলাই) দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।  

দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশের ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফ্লাইট দুটি বেঙ্গালোর থেকে মুম্বাই ও হায়দ্রাবাদ হয়ে ঢাকা পৌঁছাবে। আগামীকাল দুপুর ১টা ১০ এবং ১ টা ১৫ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের।

লেবাননের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি ম্যাচেই ৩-১ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী কুয়েতকে নির্ধারিত সময়ে গোল বঞ্চিত রাখেন জামাল-জিকোরা। দারুণ পারফরম্যান্স করলেও জয় পাওয়া হয়নি। ১০৭ মিনিটে গোল হজম করে বিদায় নিতে হয়েছে তাদের। তবে ম্যাচের পারফরম্যান্স দিয়ে নতুন এক বাংলাদেশের আগমনী বার্তা দিয়েছেন কাবরেরার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ২ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।