ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সাফে বাংলাদেশের সেমিফাইনালে খেলা প্রত্যাশিত ছিল: ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
সাফে বাংলাদেশের সেমিফাইনালে খেলা প্রত্যাশিত ছিল: ইমরুল হাসান

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। তাদের এই সাফল্যে প্রশংসায় ভাসছে পুরো দেশ।

অনেকেই বাংলাদেশের এই সাফল্যকে অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করছেন। তবে বাংলাদেশের এই সাফল্য প্রত্যাশিতই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসানের কাছে।  

সাফে লেবাননের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করলেও মালদ্বীপ এবং ভুটানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের এমন সাফল্য ইমরুল হাসান বলেন, ‘বাংলাদেশ এবার সাফের সেমিফাইনালে খেলেছে। এটাকে আসলে যেভাবে দেখা হচ্ছে আমি ঠিক সেভাবে দেখতে চাই না। বাংলাদেশ সাফের সেমিফাইনালে খেলবে এটা একেবারে স্বাভাবিক একটা ঘটনা। ’

‘বাংলাদেশ সাফের সেমিফাইনালে খেলাটা প্রত্যাশিত ছিল। এর আগে বাংলাদেশ সাফের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের ব্যর্থতা ছিল। তবে এবার বাংলাদেশের খেলাতে অনেক পরিবর্তন এসেছে। আমি মনে করি এই পরিবর্তনটা বাংলাদেশের জন্য ইতিবাচক। ’

ইতোমধ্যেই লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবল লিগে গড়েছে টানা চার শিরোপা জয়ের ইতিহাস। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সাফল্যে চোখ কিংসের। দেশের প্রথম ক্লাব হিসেবে আগামী আগস্ট মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলতে যাচ্ছে কিংস। তাদের প্রতিপক্ষ আমিরাতের ক্লাব শারজাহ।  

ম্যাচের আগে দলে পরিবর্তনের ইচ্ছা থাকলেও ট্রান্সফার উইন্ডো নেই বলে তেমন সম্ভবনা ক্ষীণ মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘লিগে আমাদের দুটি ম্যাচ বাকি আছে। আগস্টে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের খেলা। যেহেতু ট্রান্সফার উইন্ডো নেই সুতরাং নতুন কিছু চিন্তার সুযোগ আমাদের সীমিত হয়ে আছে। আমরা যেহেতু খেলতে যাবো বাইরে আমাদের ইচ্ছা আছে ঢাকার মাঠেই প্রস্তুতি নেওয়া। এছাড়া আসলে অন্য কোনও বিকল্প আমাদের হাতে নেই। ’

‘বাফুফের কাছে আমরা ট্রান্সফার উইন্ডোর জন্য আবেদন করেছি। তবে সেখান থেকে এখনো কোনও উত্তর আমরা পাইনি। বাফুফে যদি উইন্ডো ওপেন করে দেয় সেক্ষেত্রে আমরা নতুন কিছু বিদেশি ফুটবলারকে দলে ভেড়াব। ’

বাফুফে ট্রান্সফার উইন্ডো (দলবদলের সময়) দিলে কোন ফুটবলারদের দলে ভেড়াতে চান? এমন প্রশ্নের জবাবে ইমরুল হাসান বলেন, ‘আসলে আমরা এখনো এমন কিছু চিন্তা করিনি। কারণ আমরা যদি ফুটবলারদের সঙ্গে প্রাথমিক আলোচনাও করি এরপর যদি তারা উইন্ডো না দেয়, তখন আমাদের জন্য বিষয়টা বিব্রতকর হয়ে যাবে। বাফুফে উইন্ডো দিলেই আমরা এই নিয়ে আলোচনা করব। তবে আমাদের একটা সংক্ষিপ্ত তালিকা আছে। ’

‘যেহেতু রেজা খানকে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের প্রথম নজর এশিয়ান খেলোয়াড়ের দিকে থাকবে। কারণ এশিয়ান কোটায় একজন খেলোয়াড় থাকতে হবে। এছাড়া আমাদের তালিকায় ইউরোপিয়ান খেলোয়াড় যেমন আছে লাতিনের খেলোয়াড়ও আছে। ’
 
শারজাহর বিপক্ষে লড়াইটা সহজ হবে না বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের জন্য যে দলগুলো লড়াই করবে তারা সবাই শক্তিশালী। তবে আমরা আশাকরি আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ উপহার দিতে সক্ষম হবো। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।