ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-বুসকেতসের পথ ধরে ইন্টার মায়ামিতে আলবা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
মেসি-বুসকেতসের পথ ধরে ইন্টার মায়ামিতে আলবা

লিওনেল মেসিকে দলে ভিড়িয়েই ক্ষান্ত হচ্ছে না ইন্টার মায়ামি। তাকে ঘিরে সাবেক বার্সেলোনা তারকাদের বলয় তৈরি করছে মেজর লিগ সকারের ক্লাবটি।

সের্হিও বুসকেতসের পর এবার মেসির দলে যোগ দিচ্ছেন আরেক সাবেক বার্সা তারকা জর্দি আলবা।

মার্কিন সংবাদমাধ্যম 'মায়ামি হেরাল্ড' জানিয়েছে, লেফট-ব্যাক জর্দি আলবা কিছুদিনের মধ্যে ইন্টার মায়ামিতে যোগ দেবেন। ২৪ মিলিয়ন মার্কিন ডলারের  চুক্তি স্বাক্ষরের কাজও শেষ। ফলে দীর্ঘদিন পর আবারও ফুটবলের অন্যতম বিখ্যাত তিন ফুটবলার একই জার্সিতে মাঠে নামবেন।  

২০১২ সালে ভালেন্সিয়া ছেড়ে বার্সেলোনায় ফিরেছিলেন আলবা। ২০২১ সালে মেসি পিএসজিতে পাড়ি জমানোর আগ পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে খেলেছেন তিনি। মেসি বিদায় নেওয়ার পর বুসকেতসের পাশাপাশি বার্সার নেতৃত্বভারও সামলেছেন আলবা। দুজনে একসঙ্গে স্পেন জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। বুসকেতস আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও আলবা স্পেনের বর্তমান অধিনায়ক।

বার্সার জার্সিতে ৪৫৯ ম্যাচ খেলেছেন আলবা। জিতেছেন ১৭টি শিরোপা। গত মৌসুম শেষ কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ছাড়াছাড়ি হয়ে যায় আলবার। আগামী ১৬ জুলাই ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু হবে তার। এরপর ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে মেসি-বুসকেতসের সঙ্গে তারও অভিষেক হবে।  

তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে মেসির আরেক সাবেক বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকেও দলে ভেড়াতে চায় ইন্টার মায়ামি। ৩৯ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ কিংবদন্তির সঙ্গে জাপানি ক্লাব ভিসেল কোবের পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ১৬ বছর মেসির সঙ্গে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার এখনই অবসরে যেতে রাজি নন। আবারও সাবেক তিন সতীর্থের সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ নিশ্চয় হাতছাড়া করতে চাইবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।