ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন

সেই গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর প্রায় ১০ মাস থাকতে হয় মাঠের বাইরে।

অবশেষে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন হলো, তবে ফেরাটা জয়ে রাঙাতে পারেননি সাবিনা খাতুন-সানজিদা খাতুনরা। ঘরের মাঠে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

হারের মুখে থাকা নেপাল সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। তাতেই হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের জয়।  কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে অনেকটা অচেনা ফুটবল খেলে স্বাগতিকরা।  বোঝার উপায় ছিল না যে এই বাংলাদেশই সাফের ফাইনালে নেপালের হারিয়েছিল দাপট দেখিয়ে।

বাংলাদেশ দলের ধারাবাহিক ছন্দ ব্যঘাত ঘটেছে অনেক দিন পর খেলতে নামায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই।  

বল দখলে স্বাগতিকরা এগিয়ে থাকলেও গোলকিপার বিমলা বিকেকে পরাস্ত করতে পারেনি কেউ। ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ পায়। শিউলি আজিমের ক্রসে সাবিনার পাসে ৬ গজ দূরত্বে থেকে কৃষ্ণা রানি সরকার পা ছোঁয়ানোর আগেই সেটি ক্লিয়ার করেন নেপালের এক ডিফেন্ডার। ফাঁকে ফাঁকে নেপালও আক্রমণে ওঠে ভয় ধরানোর চেষ্টা করেছে। তবে নেপালের মূল অস্ত্র সাবিত্রা ভাণ্ডারিকে কড়া পাহাড়ায় রাখায় তারা গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ।  ৬৫ মিনিটে অধিনায়ক সাবিনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পাল্টা আক্রমণ থেকে শাহেদা আক্তার রিপার ডিফেন্স চেরা পাসই এনে দেয় গোলের ভিত্তি। অধিনায়ক সাবিনা দুই ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে ডান পায়ের দারুণ শটে পরাস্ত করেন নেপাল গোলরক্ষককে ৷ 

এরপর ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে ওঠে নেপাল। ৭৩ মিনিটে দুর্দান্ত এক সেভ করেছেন গোলরক্ষক রুপ্না চাকমা। ইনজুরি সময়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে হার বাঁচায় নেপাল।  কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সাবিত্রা। তাতে হেড কোচ হিসেবে  মাহবুবুর রহমান লিটুর অভিষেকটা হলো ড্র দিয়ে।

এদিকে সাবিনাদের ম্যাচ দেখতে আজ স্টেডিয়ামে এসেছিলেন সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। গ্যালারিতে বসে খেলা দেখার পর হতাশ হয়েই ফিরতে হয়েছে তাকে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩

এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।