ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভাগ্যকে দুষলেন সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ভাগ্যকে দুষলেন সাবিনা

নেপালের বিপক্ষে দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে হেরেছে বাংলাদেশ।

নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-২ গোলে হারে বাংলাদেশ। এই হারে ভাগ্যকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

আজ (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ শেষে সাবিনা বলেন, ‘আজ আমাদের লাক ফেবার করেনি। ’ 

সাফে এই নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই নেপালের সঙ্গে এই নেপালের তেমন কোনও পার্থক্য দেখছেন না অধিনায়ক।  বাংলাদেশে আসার আগে চারটি ম্যাচ খেলে এসেছে নেপাল। অন্যদিকে বাংলাদেশ ১০ মাস কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। সেই হিসেবে নেপালের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন সাবিনা। তিনি বলেন, ‘আমরা যে নেপালকে দেখে এসেছি সেই নেপালের সঙ্গে আহামরি কোনও পার্থক্য আমার চোখে পড়েনি। তারা চার-পাঁচটা ম্যাচ খেলার পরও তাদের পারফরম্যান্সে তেমন পার্থক্য নজরে আসেনি। আমরা ১০ মাস কোনও ম্যাচ খেলিনি। শুধু অনুশীলন করেছি। ম্যাচ খেলা আর অনুশীলন করার মধ্যে পার্থক্য আছে। সেই ইফেক্ট তো ম্যাচে থাকে। আমাদের মেয়েরা ভালো খেলেছে। তারা চেষ্টা করেছে তবে গোল হয়নি। ভালো ভালো দলের সঙ্গে খেললে আমাদের পারফরম্যান্স আরও ভালো হতে পারতো। ’

টাইব্রেকারে সাবিনা পেনাল্টি নেননি। এটা আগে থেকেই নির্ধারিত ছিল বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘যারা শট নিয়েছেন আমার থেকে তারা যোগ্য ছিল। এটা ম্যাচ প্ল্যানেই ছিল। অধিনায়ক হলেই যে টাইব্রেকারে শট নিতে হবে এমনটা তো কথা নয়। ’

কিছুদিন আগেই নারী দলের দায়িত্ব ছেড়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল তার। দুই ম্যাচের ফল প্রত্যাশিত হয়নি। এই নিয়ে ছিল গুঞ্জন। ছোটন থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। এমন গুঞ্জন নিয়ে সাবিনা বলেন, ‘অবশ্যই আমরা ছোটন স্যারকে সম্মান করি। লিটু স্যারও আমাদের সঙ্গে ১২ বছর ধরে আছেন। ছোটন স্যারকে আমরা অবশ্যই মিস করি। তবে এমন কথা বর্তমান কোচকে ছোট করা হয়। এটা খুব নেতিবাচক দিক। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।