ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড তার

নারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দক্ষিণ কোরিয়ার জন্য। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা।

তবে সেই ম্যাচে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার ক্যাসি ফেইর। নারী বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলারের রেকর্ডটি এখন তার দখলে।

সিডনি ফুটবল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ১৬ বছর ২৬ দিন বয়সী ক্যাসি। ভাঙেন ২৪ বছরের পুরনো রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল নাইজেরিয়ার ইফেয়নি চিজিন। ১৯৯৯ বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে খেলতে নামেন তিনি।  

পুরুষ ফুটবল বিশ্বকাপে রেকর্ডটি উত্তর আয়ারল্যান্ডের সাবেক ফুটবল নরম্যান হোয়াইটসাইডের দখলে। ১৭ বছর ৪০ দিনে তৎকালীন যুগস্লাভিয়ার বিপক্ষে ১৯৮২ বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

ক্যাসি দক্ষিণ কোরিয়ার হয়ে খেললেও তার জন্ম যুক্তরাষ্ট্রে। বেড়ে উঠেছেন সেখানেই। যদিও এখনো কোনো ক্লাব আগ্রহ দেখায়নি তার ওপর। তবে যুক্তরাষ্ট্রের একাডেমিতে খেলছেন তিনি। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ দলের দুটি ম্যাচ খেলে পাঁচ গোল করেন এই স্ট্রাইকার। তার মা দক্ষিণ কোরিয়ান হলেও বাবা আমেরিকান। তাকে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচ কলিন বেল বলেন, ‘হারলেও অন্তত আমরা আজ একটা ইতিহাস গড়েছি। ক্যাম্পে সে দুর্দান্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নেমে প্রভাব রাখাটা যেকোনো বয়সের খেলোয়াড়ের জন্যই কঠিন। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।