ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০ আগস্ট শুরু জাতীয় দলের ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
২০ আগস্ট শুরু জাতীয় দলের ক্যাম্প

বিশ্বকাপ বাছাই পর্বের ড্র হয়েছে কিছুদিন আগেই। বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে আগামী ২০ আগস্ট থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেপ্টেম্বর উইন্ডোতে। ৪-১২ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ম্যাচ খেলার জন্য বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। আজ (২৯ জুলাই) শনিবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভার পর এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন,‘সেপ্টেম্বর মাস আমাদের ফুটবলের ব্যস্ত সময়। সামনে অনেক খেলা আছে। সেই চলমান কাজগুলোর জন্য আমরা সভায় বসেছিলাম। জাতীয় দলের একটা উইন্ডো আছে ৪ থেকে ১২ সেপ্টেম্বর। ’

‘আগামী কয়েকদিনের মধ্যে দল চূড়ান্ত করতে পারবো বলে আশা করছি। আফগানিস্তান, মিয়ানমার ও নেপাল আছে সম্ভাব্য দেশগুলোর মধ্যে। এই ম্যাচের জন্য আমরা ২০ আগস্ট আবাসিক ক্যাম্প শুরু করবো। এছাড়া আমাদের অনূর্ধ্ব-২৩ দলের খেলা আছে থাইল্যান্ডে। অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হয়ে যাবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। ’ যোগ করেন নাবিল।

জাতীয় দলের সেপ্টেম্বর উইন্ডোর জন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। এর আগে চলবে অ-২৩ দলের ক্যাম্প। একই সময় দু’টি টুর্নামেন্ট হওয়ায় খেলোয়াড় তালিকা নিয়ে কোচরা এখনো কাজ করছেন। জটিলতা কাটেনি এশিয়ান গেমস নিয়েও। আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলারদের বাদ দিয়েই ২২ জনের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। সেই ২২ জনের অনেকে আবার আবাহনী ও কিংসে চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানা গেছে। এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে হলে ১৮ জন ফুটবলার প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ২৯ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।