ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আল হিলালের ১৬০ মিলিয়নের প্রস্তাবে রাজি নেইমার!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
আল হিলালের ১৬০ মিলিয়নের প্রস্তাবে রাজি নেইমার! নেইমার জুনিয়র/সংগৃহীত ছবি

নেইমারের পিএসজি ছাড়ার সম্ভাবনা আরও জোরালো হলো। সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।

আর তাতে নাকি রাজিও হয়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ' জানিয়েছে, নেইমারকে দুই বছরের জন্য চায় আল হিলাল। এই দুই বছরে ক্লাবটিতে প্রায় ১৬০ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। নেইমার রাজি হওয়ায় এখন বাকি আলোচনা চলবে পিএসজি ও আল হিলালের মধ্যে।  

এর আগে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, বার্সেলোনার পর নেইমারকে পেতে আসরে নেমেছে আল হিলাল। আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছিল ক্লাবটি। তবে চুক্তি স্বাক্ষর করলে সৌদি ক্লাবটি নেইমারকে কী পরিমাণ অর্থ দিতে চায়, তা তখনও নিশ্চিত জানা না গেলেও অঙ্কটা যে আকাশছোঁয়া তা জানিয়েছেন রোমানো। এমন প্রস্তাব নাকি সহজে কারও পক্ষে ফেরানো সম্ভব নয়।

অন্যদিকে ফরাসি সংবাদমাধ্যম 'আরএমসি স্পোর্টস' এক প্রতিবেদনে দাবি করেছে, নেইমারের পিএসজি ছাড়া এখন শুধু সময়ের ব্যাপার। ক্লাবের কোচ লুইস এনরিকে ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস নাকি নেইমারকে ডেকে জানিয়ে দিয়েছেন যে, আগামী মৌসুমের পরিকল্পনায় নেই তিনি। অর্থাৎ, তারা নেইমারকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছেন।  

এরইমধ্যে নেইমারকে ছাড়াই মাঠে নেমেছে পিএসজি। তবে তাকে না রাখার কারণ হিসেবে বলা হয়েছে, ভাইরাল সিন্ড্রোম থেকে সুস্থ হয়ে উঠছেন নেইমার। জিমে অনুশীলনও চলছে তার। কিন্তু আড়ালে দলবদল নিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

ফরাসি সংবাদমাধ্যম আরও জানিয়েছে, কয়েক ঘণ্টা আলোচনার পর পিএসজি ও আল হিলাল দুই পক্ষই দলবদল নিয়ে একমত হয়েছে। নেইমার নিজেও প্রস্তাবে রাজি হয়েছেন। এমনটা হলে আল হিলালে সাবেক সতীর্থ মার্কো ভেরাত্তির সঙ্গে পুনর্মিলন হবে নেইমারের।  

এদিকে আল হিলালের আগে নেইমারকে পেতে আসরে নেমেছে বার্সেলোনা। 'আরএমসি' জানিয়েছে, নেইমার চান তাকে দলে ভিড়িয়ে এক বছরের জন্য ধারে বার্সায় পাঠাক আল হিলাল। কারণ কাতালান ক্লাবটির পক্ষে এখন নেইমারকে কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। কিন্তু নেইমারকে নেওয়ার জন্য মুখিয়ে আছে তারা। এজন্য এমনকি আল হিলালের সঙ্গে ধারের সওদা করতে পারে বার্সা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।