ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শারজাহর গরম ভাবাচ্ছে কিংসকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
শারজাহর গরম ভাবাচ্ছে কিংসকে

এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসির বিপক্ষে তাদের মাঠে লড়বে অস্কার ব্রুজনের দল।

ম্যাচের আগে শারজাহর গরম আবহাওয়া ভাবাচ্ছে কিংসকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের মাঠের প্রতিপক্ষের পাশাপাশি লড়াই করতে হবে শারজাহর গরম আবহাওয়ার সঙ্গেও। আজ শারজাহর তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ। যা সাধারণ সময়ের থেকে এক ডিগ্রি কম।

দক্ষিণ এশিয়ার ক্লাব বিশেষত বাংলাদেশের ক্লাবগুলোর এমন আবহাওয়ায় খেলার অভ্যাস নেই। ফলে কিংসের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সামনে অতিরিক্ত গরম মোকাবিলার বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এ নিয়ে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু বলেন, ‘বাংলাদেশের চেয়ে এখানে অনেক বেশি গরম এবং আর্দ্রতাও কম। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে। ’

আজ শারজাহতে কিংস প্রথম দিনের অনুশীলন করেছে; তবে শারজাহ স্টেডিয়ামে নয়, একটি ট্রেনিং গ্রাউন্ডে। এর আগে গতকাল শনিবার সকালে রওনা দিয়ে বিকালে শারজাহতে পৌঁছে গেছেন রবিনহো-মোরসালিনরা। সেখানে পৌঁছে হোটেলে জিম ও সুইমিং সেশন ছিল ফুটবলারদের। আজ প্রথম অনুশীলন করেছে তারা।  

নিপু বলেন, ‘গতকাল ট্রেনিং সেশন ছিল না। হোটেলে জিম ও সুইমিং করেছে ফুটবলাররা। আজ ট্রেনিং করেছে। আগামী কালও ট্রেনিং করার কথা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।