ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

গুন্দোয়ানের অভিষেক ম্যাচে বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
গুন্দোয়ানের অভিষেক ম্যাচে বার্সার ড্র

অবশেষে বার্সেলোনার জার্সিতে অভিষেক হলো ম্যানচেস্টার সিটির সাবেক অধিনায়ক ইলকাই গুন্দোয়ানের। কিন্তু ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারল না কাতালান জায়ান্টরা।

তিন লাল কার্ডের এই ম্যাচে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গুন্দোয়ানকে মাঠে নামায় বার্সা। এই গ্রীষ্মে ৩২ বছর বয়সী জার্মান ফুটবলারকে ফ্রি ট্রান্সফারে দলে ভিড়িয়েছে তারা। বার্সার জার্সিতে নিজের প্রথম ম্যাচের শুরুতেই গোলের দেখা পেতে পারতেন গুন্দোয়ান। কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রভাবে বার্সার রাফিনিয়া ও কোচ জাভি হার্নান্দেস দুজনেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধের শেষদিকে গেতাফের ফরোয়ার্ড গাস্তোন আলভারজকে কনুই মেরে কার্ড দেখেন রাফিনিয়া। মাঠ ছাড়ার আগে একবার গোলের দেখা পাওয়ার সম্ভাবনা জানিয়েছিলেন তিনি। কিন্তু বক্সের ভেতর থেকে নেওয়া তার বাঁকানো শট ঠেকিয়ে দেন গেতাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া।

দ্বিতীয়ার্ধে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেন জাভি। মরক্কান উইঙ্গার আবদে ইজ্জালজৌলিকে ফাউল করা হয়েছে এমন দাবি করে রেফারির দিকে ছুটে যান জাভি। কিন্তু উল্টো লাল কার্ড দেখতে হয় তাকে। তবে বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় গেতাফেও। এবার ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির স্প্যানিশ স্ট্রাইকার জাইমে মাতা।  

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া চেষ্টা চালায় বার্সা। দলটির পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানডভস্কির হেড গোললাইন থেকে ক্লিয়ার করা হয়। এরপর শেষদিকে একটি পেনাল্টি পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। গাভি ও রোনাল্দ আরাউহোকে ফাউল করা হয়েছে, বার্সার খেলোয়াড়দের এমন দাবি পরিপ্রেক্ষিতে ভিএআর দেখেন রেফারি। কিন্তু তাতে কপাল খোলেনি বার্সার।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।