ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় কিংস অ্যারেনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় কিংস অ্যারেনা

আন্তর্জাতিক ম্যাচের অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে ভেন্যুটির।

এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।  

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এই দুইটি ম্যাচই হবে কিংস অ্যারেনায়। ৪ ও ৭ সেপ্টেম্বরে আয়োজিত হবে ম্যাচ দুটি। ইতোমধ্যেই ম্যাচ দুটি আয়োজনের জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক।

এছাড়াও বাফুফের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে ম্যাচের ভেন্যু হচ্ছে বসুন্ধরা কিংস। এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেন, ‘আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচ দুটি আয়োজিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে। ফুটবল দলের ক্যাম্প হবে ঢাকা রিজেন্সি হোটেলে। অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। আফগানিস্তান দল আসবে আগামী ২৬ আগস্ট। তারাও একই হোটেলে অবস্থান করবে এবং একই ভেন্যুতে অনুশীলন করবে। ’

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ। এই মাঠেই আগামী সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় দল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচই আয়োজিত হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। তবে সেই স্টেডিয়ামের মান নিয়ে সন্তুষ্ট নন ফুটবলার এবং কোচিংস্টাফরা। তাদের সেইসব দাবি মাথায় নিয়ে আধুনিক স্টেডিয়াম কিংস অ্যারেনাই বাফুফের প্রথম পছন্দের তালিকায় ছিল। অপেক্ষা ছিল কিংস অ্যারেনার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য এএফসি এবং ফিফার অনুমতির। সেই অনুমতি মিলেছে। এবার কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে কোনও বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।